চার্টার্ড ফ্লাইটে ফিরবে রোহিতরা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ০৮:৩২ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ১২:১৭ পিএম
ড্রেসিংরুমে চ্যাম্পিয়ন ভারতীয় টিম
১১ বছরের বৈশ্বিক ট্রফির খরা কাটিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। তাই সময় এখন উদযাপন আর উৎসবের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েও মোটেই স্বস্তিতে নেই মেন ইন ব্লু শিবির। তবে বিশ্ব জয়ের পর এখনও দেশে ফিরতে পারেনি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। নেই স্বস্তিতেও। ভারতীয় ক্রিকেটাররা আটকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজেই।
ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া এখন মোটেই ভালো নয়। ঘূর্ণিঝড় বেরিলের আঘাত হানার সম্ভাবনা রয়েছে ক্যারিবিয়ান অঞ্চলে। স্থানীয় রবিবার গভীর রাত বি সোমবার ভোরের যেকোনো সময় প্রবল শক্তিতে আছড়ে পড়তে পারে এই ভয়ানক ঘূর্ণিঝড়। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়বে বার্বাডোজের ওপরেও। এ কারণে ইতোমধ্যেই দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফ্লাইট বাতিল হওয়ায় বার্বাডোজের হোটেলে আটকে পড়েছে ভারতের ক্রিকেটাররা ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ফ্লাইট বাতিল করা হয়েছে। তাই টিম ইন্ডিয়াকে আপাতত তাদের দেশেই থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে চ্যাম্পিয়নদের ভারতে পাঠানো হবে। বর্তমানে বার্বাডোজের সমুদ্র তীরবর্তী একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছে টিম ইন্ডিয়া।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ (ভারতীয় সময়ে রাত ৮টা ৩০) বার্বাডোজ থেকে রওনা হওয়ার কথা ছিল। এখন আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে পিছিয়ে গেছে ভারতীয় দলের ফেরার সূচি। এর আগে তাদের ব্রিজটাউন থেকে নিউইয়র্ক ও দুবাই হয়ে ভারতে ফেরার কথা ছিল। তবে একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, আগে পরিকল্পনা বদলে এখন একটি চার্টার্ড ফ্লাইটে পুরো দলকে ভারতে ফেরিনোর ব্যবস্থা করা হচ্ছে।