প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ২১:১৮ পিএম
জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন না। ডেভিড জনসন ভারতের হয়ে খেলেছেন সবে মাত্র দুটি টেস্ট। তবে কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ ছিলেন। খেলেছেন অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, ভেংকটেশ প্রসাদ এবং ডোড্ডা গণেশের মতো তারকাদের সঙ্গে। এক সময়ের এই স্পিডস্টার বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
ভারতের সংবাদমাধ্যমের খবর, ব্যাঙ্গালুরুতে নিজ বাসার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে জনসনের। তবে তার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ দাবি করছেন, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগে আত্মহত্যা করতে পারেন। কিন্তু এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
১৯৭১ সালে জন্ম নেওয়া জনসনের অভিষেক ১৯৯৬ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে আগমনের পর মাত্র দুটি টেস্ট খেলেছিলেন। কিন্তু দুম্যাচে তিনটির বেশি উইকেট নিতে পারেননি তিনি। দেশের হয়ে এরপর আর খেলা হয়নি জনসনের। ঘরোয়া ক্রিকেটে জনসন ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিয়ে পেয়েছেন ১২৫ উইকেট। আটবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। লিস্ট এ ক্রিকেটে ৩৩ ম্যাচে ৪১ উইকেট পান জনসন। অবসরের পর কোচিং করাতেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জয় শাহ লিখেন, ‘আমাদের সাবেক ফাস্ট বোলার ডেভিড জনসনের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা। খেলায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
এদিকে ঘরোয়া ও জাতীয় দলের সতীর্থ অনিল কুম্বলে লিখেন, ‘আমার সতীর্থ ডেভিড জনসনের মৃত্যুতে শোকাহত। ওর পরিবারকে সমবেদনা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেলে বেনি (জনসনের ডাক নাম)।