কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২০:৫৬ পিএম
ক্যারিয়ারের সম্ভাব্য সব জিতেছেন লিওনেল মেসি। একের পর এক সাফল্যে
নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের সোনালি ট্রফির যে
আক্ষেপ ছিল মেসির, সেটাও মিটিয়েছেন। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকার নেতৃত্বে
কোপার শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছেন লা আলবিসেলেস্তেরা।
আগামীকাল শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ কোপা আমেরিকা। লাতিন আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামলেই কয়েকটি রেকর্ড নিজের করে নেবেন মেসি। এ ছাড়া আরও বেশ কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে আর্জেন্টাইন এই খুদে জাদুকরের দরজায়।
চলুন একনজরে দেখে নেওয়া যাক সেসব রেকর্ড সম্পর্কেÑ
❖ কানাডার বিপক্ষে ম্যাচে আজ যদি মেসি মাঠে নামেন, তাহলেই কোপা আমেরিকার
ইতিহাসে সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেবেন। ৩৪ ম্যাচ খেলে এই রেকর্ড
১৯৫৩ সাল থেকে একার করে রেখেছিলেন চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্টন।
❖ কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে মেসির চাই আর ৫টি
গোল। ৩৪ ম্যাচে তার গোল এখন ১৩টি। যৌথভাবে তিনি আছেন এখন তালিকার চার নম্বরে। সমান
১৭ গোল করে যৌথভাবে চূড়ায় আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো।
❖ এবারের আসরটি মেসির ক্যারিয়ারের সপ্তম কোপা আমেরিকা। প্রথম আর্জেন্টাইন
খেলোয়াড় হিসেবে ভিন্ন সাত আসরে খেলার কীর্তি গড়বেন সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড।
❖ কোপা আমেরিকায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ জনের। এবার একটি হ্যাটট্রিক
করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। টুর্নামেন্টিতে তার একমাত্র হ্যাটট্রিক ২০১৬ আসরে,
পানামার বিপক্ষে।
❖ এবার যদি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারেন মেসি, তাহলে কোপা
আমেরিকার ১০৮ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই আসরে এই স্বীকৃতি পাওয়ার
অনন্য কীর্তি গড়বেন ৩৬ বছর বয়সি তারকা।