প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৮:৪৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১৯:৩০ পিএম
আগেই জানা গিয়েছিল, চলতি বছর ভারত সফরে
যাবে বাংলাদেশ দল। আইসিসির এফটিফি অনুযায়ী আগে থেকেই সিরিজ নিশ্চিত থাকলেও এত দিন তারিখ
নির্ধারিত হয়নি। অবশেষে দুই দলের সিরিজের সূচি চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর
ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বৃহস্পতিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে
দুই টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। দ্বিপাক্ষিক
সিরিজ খেলতে সেপ্টেম্বরে ভারতে পা রাখবে বাংলাদেশ দল। সফরে লাল বলের ক্রিকেট দিয়ে শুরু
হবে দুই দলের মাঠের লড়াই।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম
চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
এই ম্যাচের ভেন্যু কানপুর। এরপর ৬, ৯ এবং ১২ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজ। এই তিন ম্যাচের ভেন্যু ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।
টেস্ট সিরিজ
১ম টেস্ট - ১৯ সেপ্টেম্বর, চেন্নাই
২য় টেস্ট - ২৭ সেপ্টেম্বর, কানপুর
টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি- ৬ অক্টোবর, ধর্মশালা
২য় টি-টোয়েন্টি- ৯ অক্টোবর, দিল্লি
৩য় টি-টোয়েন্টি- ১২ অক্টোবর, হায়দরাবাদ