কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৭:৫২ পিএম
কাতারে অনুষ্ঠেয় ২০২২ সালের ফিফা বিশ্বকাপ বিরতির পর মাঠে গড়িয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার মাঠে গড়ানোর অপেক্ষায় কোপা আমেরিকা। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় এ লড়াই শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মোকাবিলা করবে কানাডা। ম্যাচটি সরাসরি দেখা যাবে শুক্রবার সকাল ৬টায়।
২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে কোপা আমেরিকার এবারের আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সব মিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। যেখানে ‘এ’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বেই লিওনেল মেসিরা পাচ্ছেন মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে। গ্রুপের তৃতীয় দল কানাডাকে মোকাবিলা করেই ট্রফি ধরে রাখার মিশনে নামবেন আলবিসেলেস্তেরা।
সবশেষ আসরে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে এই প্রতিযোগিতার শিরোপা জেতে আর্জেন্টিনা। ওই জয়ের পরই বদলে যায় মেসির আর্জেন্টিনা। পরের বছর কাতারে জেতে বিশ্বকাপ ট্রফি। এরপর থেকে একপ্রকার অপ্রতিরোধ্যই হয়ে ওঠেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ছন্দে থাকা আর্জেন্টিনার বিপক্ষে যে দলটি আগামীকাল মাঠে নামছে, সেই কানাডা কোপা আমেরিকার ইতিহাসে এবারই খেলার সুযোগ পাচ্ছে।
তবে আর্জেন্টিনাকে মোকাবিলা করার ইতিহাস রয়েছে কানাডার। ২০১০ সালে ফিফা প্রীতি ম্যাচে এ দুই দল মুখোমুখি হয়েছিল। একবারের সেই সাক্ষাতে কানাডাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা সেই সময়ের চেয়ে আরও বেশি ক্ষুরধার ও আত্মবিশ্বাসী। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২০ খেলায় কেবল একবারই পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে মেসি বাহিনী। জিতেছে বাকি ১৯ ম্যাচে। সবশেষ ১৪ খেলায় আর্জেন্টিনা প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে ৩২ বার। যেখানে নিজেরা হজম করে কেবল ৪ গোল। তাদের প্রতিপক্ষ কানাডা নেই ছন্দে। সবশেষ আট খেলার ৪টিতেই হেরেছে তারা। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনাকে এমন অবস্থায় কীভাবে মোকাবিলা করবে সেটিই কেবল দেখার অপেক্ষা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কানাডাকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে নিশ্চয়ই।