× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানদের ভারত পরীক্ষা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ২০ জুন ২০২৪ ১৮:৪৮ পিএম

আফগানদের ভারত পরীক্ষা

গ্রুপপর্বে দোর্দণ্ড দাপট ছিল দুদলের। সমানে সমান জয়ের সংখ্যা। ভারতের শতভাগ অর্জনের বিপরীতে একটি হার আফগানিস্তানের। তবে অতীত সমৃদ্ধ রোহিত শর্মাদের। সাম্প্রতিক পারফর্মে সফল রশিদ খানরাও। গ্রুপপর্বের দাপট সুপার এইটে দেখানোর মিশন দুদলের। সেই অভিন্ন লক্ষ্যে শেষ আটের গ্রুপ-১-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

ধারে-ভারে আফগানিস্তান থেকে যোজন এগিয়ে ভারত। ক্রিকেটের স্বল্প ফরম্যাটে আট দেখায় সাত জয় রোহিতদের। বাকি ম্যাচটি যায় বৃষ্টির পেটে। কুড়ির আসরে গ্রুপপর্বের পাঁচ ম্যাচের তিনটিতে জয়, বাকি দুটিতে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। আফগানিস্তানের পথচলাটাও সুন্দর। টানা চার জয়ের পর শেষ ম্যাচে ভূপাতিত হন রশিদরা। শেষ ম্যাচে চরম লজ্জায় পড়েন তারা। আজমতউল্লাহ ওমরজাইদের নিয়ে ছেলেখেলায় মাতেন নিকোলাস পুরানরা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ১০৪ রানের বড় জয় তোলে স্বাগতিক দেশ।

অতীত এবং বর্তমান সুখকর হওয়ায় ভবিষ্যৎ নিয়ে নির্ভার ভারত অধিনায়ক রোহিত শর্মা। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচের আগে শর্মা বলেছেন, ‘স্পেশাল কিছু করে দেখাতে পুরো টিম মুখিয়ে। আমি ওদের মধ্যে সেই তাগিদটা দেখতে পারছি। প্রথম ম‌্যাচটা খেলার তিন-চার দিনের মধ্যেই আবার দুটো ম‌্যাচ খেলতে হবে। সেটার ওপরই ফোকাস করছি। টিম হিসেবে আমাদের ভালো খেলতে হবে। এর বাইরে খুব একটা কিছু ভাবছি না।’

দলের ব্যাপারে আশাবাদী হলেও ট্রাভেল সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। এর জন্য অবশ্য অজুহাত দাঁড় করাতে চান না রোহিত, ‘যে সূচি রয়েছে, সেটা বেশ ধকলের। বিশ্রামের তেমন সুযোগ পাওয়া যাবে না। পরপর ম‌্যাচ খেলতে হবে। তবে ঠিক আছে। আমরা এসবে অভ‌্যস্ত। আমরা প্রচুর ট্রাভেল করি। আর প্রচুর ক্রিকেট খেলি। তাই আশা করি কোনো সমস‌্যা হবে না। আর আমরা কোনো অজুহাতও দিতে চাই না।’

ব্লুজদের বিপক্ষে নামার আগে খোঁড়া যুক্তি দাঁড় করাতে চান না রশিদও। তবে রভম্যান পাওয়েলদের বিপক্ষে হেরে মন ভেঙেছে বিশ্বসেরা লেগ স্পিনারের। এই হার থেকে শিখেছেন, এমনটাও জানালেন তিনি। রশিদ বলেছেন, প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইট। সে স্বপ্ন পূরণ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে কিছুটা খারাপ লাগলেও এখান থেকে শেখার ছিল অনেক কিছুই। অনেক কিছু ভাবতে চাই না। এখন সুপার এইটে কীভাবে ভালো করা যায়, সে চিন্তাই করছি।’

তবে মুখোমুখির আগে ভারতকে সমীহ করছেন আফগান অধিনায়ক, ‘ভারতের বিপক্ষে আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা দল তারা। এজন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে চাই।’

দুদলের অধিনায়কের মুখে প্রত্যয়ের বাণী শোনা গেলেও গুরুত্বপূর্ণ ম্যাচটিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ব্রিজটাউনের স্থানীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রিজটাউনের আকাশে ঘন কালো মেঘ থাকবে। শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচটি যদি পণ্ড হয়, সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হবে দুদলকে। তাতে আখেরে লাভ রশিদদের হলেও সুযোগ হাতছাড়া হয়ে যাবে রোহিতদের। আর ম্যাচটি ভালোয় ভালোয় মাঠে গড়ালে ‘হাড্ডাহাড্ডি’ লড়াইয়ের উপাখ্যান হবে, তা বলাই বাহুল্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা