প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৭:২৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১৭:৫০ পিএম
ইতিহাস গড়া উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার বিদায়, ছবি : ইএসপিএন ক্রিকইনফো
প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে
খেলার সুযোগ পেয়েছিল উগান্ডা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার দলটিকে নেতৃত্ব
দিয়েছিলেন ব্রায়ান মাসাবা। তার অধীনেই পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয়ও
পেয়েছে। হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। কিন্তু বিশ্বকাপ
থেকে বিদায় নিতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসাবা। পাশাপাশি নিজের আন্তর্জাতিক
টি–টোয়েন্টি ক্যারিয়ারেরও
ইতি টেনেছেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২০ জুন) উগান্ডার লুগোগোতে
বিশ্বকাপ শেষে দলের এক মিটিংয়ে এ ঘোষণা দেন ৩২ বছর বয়সি মাসাবা। ২০১৮ সাল থেকে তিনি
অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন। ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি
জয়ে নেতৃত্ব দেওয়া অধিনায়ক। সব মিলিয়ে উগান্ডাকে নেতৃত্ব দিয়েছেন ৬০ ম্যাচে। অবশ্য
বিশ্বকাপের আগে তাকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
সরে যাওয়ার এটাই সঠিক সময় বলে মনে
করেছেন মাসাবা, ‘শুধু বিশ্বকাপ নয়, যেকোনো পর্যায়ে উগান্ডাকে নেতৃত্ব দেওয়া সম্মানের।
দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হচ্ছে, আমরা নতুন একটা চক্রে প্রবেশ করছি। নতুন কেউ দায়িত্ব
নিয়ে দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার এটাই সময়।’ অধিনায়কের দায়িত্ব ছাড়ার ব্যাপারে
মাসাবা আরও বলেন, ‘দায়িত্ব ছাড়া নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছি।’
উগান্ডার জার্সিতে মাসাবার অভিষেক ২০০৯ সালে। তবে আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রথমবার খেলেন ২০১৯ সালে। এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলে বল হাতে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৪৩৯ রান। এবারের বিশ্বকাপেও বল হাতে দারুণ করেছেন মাসাবা। ৩ ম্যাচে বোলিং করে উইকেট নিয়েছেন ৫টি। পাপুয়া নিউগিনির বিপক্ষে ১টি এবং আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি করে উইকেট নেন।