× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে সমীহ করছেন মার্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৬:২৮ পিএম

আপডেট : ২০ জুন ২০২৪ ১৭:৫০ পিএম

বাংলাদেশকে সমীহ করছেন মার্শ

শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে যোজনে যোজনে এগিয়ে অস্ট্রেলিয়া। তবুও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টাইগারদের সমীহ করছে অজিরা। দলটির অধিনায়ক মিচেল মার্শ বলছেন, এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে চ্যালেঞ্জ জিততে মুখিয়ে আছি।

কুড়ি কুড়ি বিশ্বকাপের সুপার এইটে আগামীকাল শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশকে শক্তিশালী দল আখ্যা দিয়েছেন মার্শ, ‘সুপার এইটে ওঠা প্রতিটি দলই ভালো ক্রিকেট খেলছে। এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে।’

তবে বাংলাদেশকে হারাতে নিজেদের সেরাটাই দিতে চান অজি দলপতি, ‘আমরা আমাদের ক্রিকেটটা খেলব। তাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে, তরুণরাও আছে, খুব ভালো দল। এ কারণেই তারা এখন সুপার এইটে। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আশা করি বাংলাদেশের বোলাররা আমাদের চ্যালেঞ্জ হবে না।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর জিতেছিল বিশ্বকাপও। তবে পুনের সেই ম্যাচ নিয়ে এখন আর ভাবতে চান না অস্ট্রেলীয় তারকা, ‘এটা তো অতীত। এটা ভিন্ন ফরম্যাট, খেলা ভিন্ন দেশে। কন্ডিশনও আলাদা, ভালো একটা উইকেট পাব। ম্যাচ জিতে পয়েন্ট বাগিয়ে নিতে আমরা মরিয়া। আমাদের দলেও অভিজ্ঞ ক্রিকেটাররা আছে।’

এদিকে বাংলাদেশের বিপক্ষে বল হাতে ফিরতে দেখা যেতে পারে অজি কাপ্তানকে। বল করার জন্য প্রস্তুত আছেন জানিয়ে মার্শ বলেন, ‘আমি বোলিংয়ের জন্য প্রস্তুত আছি। আসলে আমাদের যে লাইনআপ, আমাকে আর বল করতে হচ্ছে না। তবে আমি মনে করি এই ফরম্যাটে হাতে এত অপশন থাকাটা আশীর্বাদ। শারীরিকভাবে আমি ঠিক আছি। একটু বিরতি পেয়ে ভালো লাগছে।’

স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে প্রশ্নবিদ্ধ ছিল অস্ট্রেলিয়ার ফিল্ডিং। সেই ফিল্ডিং নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। মার্শ অবশ্য নিজের সতীর্থদের নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে আমরা সেরাটা দিতে পারছি না। ছেলেরা কিছু ক্যাচ হাতছাড়া করেছে। তবে ছেলেদের উপর আমাদের আস্থা আছে। আশা করছি ভালো ফিল্ডিং করবে। শারীরিকভাবে সবাই ফিট আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা