× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াইল্ড কার্ড নিয়ে প্যারিস অলিম্পিকে শ্যুটার রবিউল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৬:২২ পিএম

শ্যুটার রবিউল ইসলাম

শ্যুটার রবিউল ইসলাম

প্যারিস অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের টিকিট পেয়েছেন আরচার সাগর ইসলাম। তার পর প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন শ্যুটার রবিউল ইসলাম। তিনি অবশ্য ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিশ্বের বৃহত্তম এ ক্রীড়া আসরে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন তিনি।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও প্যারিস অলিম্পিকে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ অপু মালয়েশিয়া থেকে সুখবরটি জানিয়ে বলেন, 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রবিউল ইসলামকে ওয়াইল্ড কার্ড দিয়েছে। আইওসি আমাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিতও করেছে।'

বাংলাদেশের অন্যতম সেরা শ্যুটার হলেন রবিউল, বিশেষ করে ১০ মিটার এয়ার রাইফেলে। চলতি বছর ইন্দোনেশিয়ার মাটিতে অনুষ্ঠিত এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জনের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। মাত্র ০.৩ স্কোরের ব্যবধানে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে পারেননি রবিউল। ফাইনাল রাউন্ডে নাম লিখতে পারলেই একটি কোটা নিয়ে সরাসরি অলিম্পিকে খেলতে পারতেন দেশের এ শ্যুটার।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) চার ডিসিপ্লিনের ছয় জন ক্রীড়াবিদের জন্য ওয়াইল্ড কার্ড চেয়েছিল। এর মধ্যে ছিলেন দুইজন শ্যুটার- রবিউল ইসলাম ও শায়েরা আরেফিন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রবিউলকে ওয়াইল্ড কার্ড দেওয়ায় শায়েরার সম্ভাবনা নেই বললেই চলে। এমনটাই জানালেন শ্যুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ, 'ওয়াইল্ড কার্ডের প্রদান ও বরাদ্দের সম্পূর্ণ এখতিয়ার আইওসির (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি)। র‌্যাংকিং, আন্তর্জাতিক পারফরম্যান্স সব কিছু বিচার-বিবেচনা করেই আইওসি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেটাই চূড়ান্ত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা