প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৫:৫৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১৬:০০ পিএম
রিশাদ হোসেন
সুপার এইটে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে আগামীকাল শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে, নর্থ সাউন্ডের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে, অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ঘূর্ণিজাদু নিয়ে হাজির হবে স্পিনাররা।
এ কারণে টাইগার স্পিনার রিশাদকে নিয়ে যেন একটু বেশি মাথাব্যথা অস্ট্রেলিয়ার ব্যাটারদের। তবে বাংলাদেশের এ লেগ স্পিনারকে মেরে খেলার হুমকি দিয়ে রেখেছেন অজি ব্যাটার টিম ডেভিড, ‘আমি মনে করি এটাই বিশ্বকাপের প্রকৃতি। তাই না? আপনি প্রতিটি দলের বিপক্ষে একবার খেলতে পারবেন। আপনি যদি ফাইনালে খেলেন তাহলে আপনি একটি দলকে দুইবার পেতে পারেন। আবার অনেকের বিপক্ষে খেলতেও পারবেন না। আপনি তাদের নিয়ে বেশি মাথা ঘামানোর সুযোগ পাবেন না। আমার মনে হয় না আমাদের দলের কেউ তার (রিশাদের) বিপক্ষে খেলেছি। তবে আমরা তার ওপর চড়াও হব।’
টি-টোয়েন্টির মহাযজ্ঞে টাইগারদের শক্তিমত্তা ও সামর্থ্য নিয়ে প্রোটিয়া লিজেন্ড ডেল স্টেইন বলেন, ‘আমি মনে করি তাদের বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে। তবে ব্যক্তিগতভাবে মনে করি তারা জিতবে না, আমি এক্ষেত্রে আরও ১-২টি দলকে এগিয়ে রাখব। তবে তাদেরও সুযোগ আছে। এটাই ক্রিকেটের সৌন্দর্য। সেমিফাইনালে ওঠে গেলে বাংলাদেশ বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে। পিচ তাদের পক্ষে, যদি কন্ডিশন তাদের বোলারদের সহায়তা করে আর ভাগ্য পাশে থাকে… তাদের ফাস্ট বোলাররা সত্যিই ভালো করছে। স্পিনাররা তো সব সময় ভালো করছে।’
সাবেক প্রোটিয়া তারকা টাইগার ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে যোগ করেন, ‘তাদের (বাংলাদেশ) এই অভিজ্ঞতা ও বিশ্বাস আছে ম্যাচ জিততে পারে। ১২-১৫ বছর আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে মনে হতো তারা এখনকার নেপাল দলের মতো। তারা এখন ম্যাচ জিতছে, বিশ্বকাপে প্রতিপক্ষকে হারাচ্ছে, দক্ষিণ আফ্রিকার মতো দলকেও হারাচ্ছে, তাদের মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা জিততে পারে।’