× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোর নকআউটে জার্মানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১১:৫০ এএম

আপডেট : ২০ জুন ২০২৪ ১২:৪৮ পিএম

ইউরোর নকআউটে জার্মানি

বিরতির আগে জার্মানিকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ল হাঙ্গেরি। তাতে জার্মান রক্ষণ দেয়াল হয়তো ভাঙা সম্ভব হয়েছিল। কিন্তু গোলরক্ষক মানুয়েল নয়ারের বানানো মহাপ্রাচীর ভেদ করতে পারেননি হাঙ্গেরির ফুটবলাররা। নয়ারের গোলকিপিং বীরত্বে ফের জয়ের আনন্দে মাতল জার্মানরা। স্টুটগার্টে বুধবার রাতে ২-০ গোলে জিতল চারবারের বিশ্বজয়ীরা। দুর্দান্ত সেই পারফরম্যান্সে ‘এ’ গ্রুপ থেকে ইউরোর শেষ ষোলোয় নাম লেখালেন কোচ ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের দুই অর্ধে গোল করে জার্মানি। প্রথমার্ধে স্বাগতিকদের লিড এনে দেন জামাল মুসিয়ালা। মুসিয়ালার এ গোলে অ্যাসিস্ট করা অধিনায়ক ইলকাই গিনদোয়ান বিরতির পর নিজেই দ্বিতীয় গোলটি করে দলের জয়ের ব্যবধান দ্বিগুণ করেন।

এ নিয়ে তিন ম্যাচ পর হাঙ্গেরির বিপক্ষে জয়ের স্বাদ পেল জার্মানি। ২০২২ সালে দুই দলের সবশেষ ম্যাচে জার্মানরা ১-০ গোলে ধরাশায়ী হয়েছিল নেশন্স লিগে। তার আগে দুই ম্যাচের দেখা থেকে গিয়েছিল অমীমাংসিত।

মেজর টুর্নামেন্টে দুই দলের চারবারের মুখোমুখি লড়াইয়ে গোল হলো সব মিলিয়ে ২২টি। ১৯৫৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে তৎকালীন পশ্চিম জার্মানিকে ৮-৩ গোলে ধসিয়ে দিয়েছিল হাঙ্গেরি। তবে শক্তিশালী ওই দলটিকে ফাইনালে ৩-২ গোলে পরাজিত করে অবাক করেছিল জার্মানরা।

ইউরোর গত আসরে জয়ের পথেই ছিল হাঙ্গেরি। কিন্তু লেয়ন গোরেটস্কা ৮৪তম মিনিটে জালে বল জড়ালে ২-২ গোলের ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় ইউরোর আয়োজকরা। বক্সে মুসিয়ালার কাছ থেকে পাস পান গিনদোয়ান। তার পা ছুঁয়ে বল আঘাত করে উইলি অর্বানের গায়ে। তবে গিনদোয়ানের ধাক্কা সামলে উঠতে না পেরে লুটিয়ে পড়েন হাঙ্গেরির এ ডিফেন্ডার। বল দখলে নিয়ে জার্মান ক্যাপ্টেন ঠেলে দেন মুসিয়ালা কাছে। জটলার মাঝ থেকে জাল কাঁপিয়ে দেন তরুণ এ ফরোয়ার্ড।

লড়াইয়ের ৬৭তম মিনিটে দ্বিতীয় গোলের সন্ধান পেয়ে যায় জার্মানি। তাতেই হাঙ্গেরি লড়াই থেকে ছিটকে যায় একরকম। পরে তাদের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে ফেলেন জার্মানরা। মাক্সিমিলিয়ানোর কাছ থেকে বল পেয়ে প্রথম টোকায় গোল উপহার দেন ফাঁকায় দাঁড়ানো গিনদোয়ান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা