ওয়াসিম জাফরের মতে
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪ ২৩:০৯ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে এই ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের। তবে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন, বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটাতে পারে নেপাল।
রবিবার (১৬ জুন) ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউতে জাফর বলেছেন, ‘নেপাল বাংলাদেশকেও আপসেট করে দিতে পারে। বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে সুপার এইটে যাওয়ার। এখন পর্যন্ত তারা অনেক ভালো খেলেছে, মাত্র একটি ম্যাচ হেরেছে। সেটিও আম্পায়ারের বিতর্কিত লেগ বাই সিদ্ধান্তের কারণে।’
তিনি বলেন, ‘এই লড়াইটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আমরা আগেও দেখেছি, আইসিসির টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ এখন অব্দি খুব ভালো কিছু করতে পারেনি। সুপার এইটে এলে তাদের মনোবল অনেকাংশেই বৃদ্ধি পাবে।’
বিশ্বকাপ জুড়ে দারুণ অধিনায়কত্ব দিয়ে নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে ফর্মে নেই তিনি। টপ অর্ডারে দিন দিন দলের বোঝা হয়ে উঠছেন এই বাঁহাতি ব্যাটার। সুপার এইটের আগে নেপালের বিপক্ষে শান্ত ফর্মে ফিরলে বাংলাদেশ দলও চাঙ্গা হবে বলে মনে করেন জাফর, ‘গত বছর সে টি-টোয়েন্টিতে ভালো ফর্মে ছিলো। সে তিন ফরম্যাটেরই ক্রিকেটার। টেস্ট এবং ওডিআই তে সে অনেক ভালো খেলে। কিন্তু এই ফরম্যাটে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারেনি। কিন্তু আমরা যদি বিপিএল, গত বছরের সব টি-টোয়েন্টি সিরিজ এবং গত বিশ্বকাপ নিয়ে কথা বলি, সেগুলোতে শান্তর পারফরম্যান্স কিন্তু খারাপ না। সেটা ভেবেই হয়তো তাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।’
‘সাবিক অধিনায়কত্ব করতে চায়না, মাহমুদউল্লাহ এমন একটা স্টেজে যে তাকে দায়িত্ব দেয়া যাবেনা, তাই তিন ফরম্যাটেই শান্তকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে সে ভালো করছে না, কিন্তু তার প্রতিভা আছে।’ -যোগ করেন তিনি।