টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৭:৫৭ পিএম
গ্রুপ পর্বের লড়াই প্রায় শেষের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই পর্ব থেকে ইতোমধ্যে বিদায়ঘণ্টা বেজেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর। আবার চমক দেখিয়েছে সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। প্রথমবার বিশ্বমঞ্চে এসেই তারা পৌঁছে গেছে শেষ আটে। আফগানিস্তানও উঠেছে দ্বিতীয় রাউন্ডে। এখন পর্যন্ত সুপার এইট নিশ্চিত করেছে সাতটি দল, আর একটি দল পাবে এই পর্বের টিকিট। এই পর্বে ওঠা আটটি দলের জন্য সুখবর দিয়েছে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, সেরা আটে থাকা দলগুলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে দশম আসরটি। দুই আয়োজক দেশ, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে (শীর্ষ এক দল ভারতের সুপার এইট ইতোমধ্যে নিশ্চিত হওয়ায়) থাকা দলও সেখানে সরাসরি খেলবে। সব মিলিয়ে এবারের মতোই সেখানেও প্রতিযোগী দল থাকবে ২০টি। ফলে এবারের আসরে এখন পর্যন্ত সুপার এইট নিশ্চিত হওয়া ৭টি দল ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামীকাল নেপালের বিপক্ষে জিতলে বাংলাদেশও পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবে। যাদের সঙ্গে যুক্ত হবে আরও দুই দল। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই অংশগ্রহণ নিশ্চিত করেছে। তাই এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তেমন কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না লঙ্কানদের।
বাদ পড়া পাকিস্তান, নিউজিল্যান্ডকেও বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হবে। এ ছাড়া ইউরোপ থেকে ২টি, পূর্ব এশিয়া ও আমেরিকা থেকে একটি করে, এশিয়া বাছাইপর্ব ও আফ্রিকা বাছাইপর্ব থেকে ২টি করে মোট ২০টি দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।