প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৪ ২৩:১৮ পিএম
বাংলাদেশের শেষ আটের পথ অনেকটা সহজ— ছবি: বিসিবি
বাজে আম্পায়ারিংয়ের আলোচনা-সমালোচনার মাঝেও স্বস্তি টাইগার শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ব্যবধান ততটা বড় হয়নি। রান রেটের হিসাবে বাংলাদেশ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের দ্বিতীয় নম্বর দল। বাকি দুটি ম্যাচ। নাজমুল হোসেনদের শেষ আটে যেতে সমীকরণও সোজা, জিততেই হবে। সেটিতে ব্যত্যয় ঘটলে সামলাতে হবে রান রেটের হিসাবের ঝইঝক্কি।
তবে নাজমুলদের গ্রুপ তথা ডি গ্রুপের বাকি চার দলের মাঝে শ্রীলঙ্কার বিদায় প্রায় নিশ্চিত। দুই হারে তারা এখন টেবিলের তলানিতে। শেষ আটের পথে এই গ্রুপে দক্ষিণ আফ্রিকার পর লঙ্কানরাই ছিল বাংলাদেশের বড় বাধা। কোয়ার্টার ফাইনালে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল শেষ চার নিশ্চিত করবে। দক্ষিণ আফ্রিকা টানা তিন জয়ে শেষ আটের পথ পাকা করে ফেলেছে। বাকি চার দল থেকে যাবে একটি দল।
টেবিলের হিসাব বলছে, শ্রীলঙ্কার বিশ্বকাপ স্বপ্ন আপাতত শেষ। নেপালের চারটি ম্যাচ বাকি থাকলেও তাদের সম্ভাবনা কম। শক্তি-সামর্থ্যের বিচারে। বাকি থাকল নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে লড়াইটিই তাই মুখ্য। ওই ম্যাচে নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারিয়ে দিতে পারলেই নিশ্চিত হবে শেষ আট। তারপর নেপালকেও অবশ্য হারাতে হবে নাজমুলদের।
যেকোনো একটি ম্যাচে হারলেই যদি-কিন্তুর সমীকরণে নির্ভর করতে হবে টাইগারদের। সেক্ষেত্রে শ্রীলঙ্কারও থাকবে শেষ আটের সম্ভাবনা। তবে শান্তরা নিশ্চয়ই ওই ঝইঝক্কিতে যেতে চাইবেন না!