× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির যে আইন নিয়ে এত সমালোচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৪ ২০:০৪ পিএম

আপডেট : ১১ জুন ২০২৪ ২০:২৬ পিএম

সোমবার রাতে শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে গিয়ে বাংলাদেশ হেরেছে চার রানে। ছবি : সংগৃহীত

সোমবার রাতে শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে গিয়ে বাংলাদেশ হেরেছে চার রানে। ছবি : সংগৃহীত

সোমবার রাতে শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে গিয়ে বাংলাদেশ হেরেছে চার রানে। ম্যাচ শেষে আক্ষেপটা এই চার রান নিয়েই। পরাজয়ের মার্জিনের জন্যই নয়, এই ম্যাচে তো বাংলাদেশ একটা চারের বাউন্ডারি পেতে পারত। কিন্তু আইসিসির ‘ডেড বল’ নিয়মের মারপ্যাঁচে চার রান পাওয়া হয়নি। চার রান পেলেই যে জয় নিশ্চিত হতো, সেটি নিশ্চিত করে বলার সুযোগ নেই; তবে কাজটা যে সহজ হয়ে যেত তা বলাই যায়। ওই বলটির আগে বাংলাদেশের দরকার ছিল ২৩ বলে ২৬ রান। বাউন্ডারি পেয়ে গেলে বাংলাদেশের জয়ের সমীকরণ নেমে আসত ২২ বলে ২২ রানের। মোমেন্টাম তো পেয়ে যেতই, আত্মবিশ্বাসও থাকত তখন আরও উঁচুতে। এই হারের পর অনেকেই আইসিসির নিয়মের সমালোচনা করছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল, ভারতের সঞ্জয় মাঞ্জরেকার, দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলসহ অনেকে।

বাংলাদেশের ইনিংসের ১৬.২ ওভার। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকান পেসার ওটনিল বার্টম্যান। তার করা বলটি মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই অবশ্য এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মাহমুদউল্লাহ রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত যায় পাল্টে। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে ৪ রান পায়নি বাংলাদেশ। এমসিসির আইনের ২০.১.১.৩ ধারায় বলা আছে, কোনো খেলোয়াড়ের রিভিউ নেওয়ার ফলে যদি আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে নট আউট হয়, তাহলে প্রথম সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যাবে। অনফিল্ড আম্পায়ারের আসল সিদ্ধান্ত নট আউট থাকলে ব্যাটিং পক্ষ যে রানের সুবিধা পেত, রিভিউ পরিবর্তনের সুফল পেলেও ব্যাটিং পক্ষ এক্ষেত্রে সেটা পাবে না, যদি না সেটা নো বল হয়।

এ নিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় তামিম ইকবাল বলেছেন, ‘যদি ব্যাটসম্যান আউট না হয়, আর বল যদি তার থাইপ্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সেক্ষেত্রে রান দেওয়া উচিত। যদি সে আউট না হয় আরকি। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি।’ সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ‘এটা নিয়ে সমর্থকরা অনেক কথা বলছে। আমরাও এটা নিয়ে আলাপ করতে পারি। আম্পায়ার কি সবকিছু শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন না? আম্পায়ার চাইলে বলটা বাউন্ডারি লাইন অতিক্রম করা পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং তারপর তিনি আউটের সিদ্ধান্ত নিতে পারেন, কিংবা বলতে পারেন যে আউট হয়নি। এরপর সেটা আপনি রেকর্ড করলেন এবং রিভিউর পর যা হওয়ার, তা-ই হবে।’ আইসিসির এই আইনের পক্ষে নয় প্রোটিয়াদের সাবেক পেসার মরনে মরকেল, ‘কোনো সন্দেহ নেই। এটা বদলানো জরুরি। আশা করি, বিশ্বকাপের পর তেমন কিছু হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা