প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৬:৪০ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪ ১৭:১০ পিএম
কঠিন দোলাচলে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্ন। গ্রুপ পর্ব উৎরানো নিয়ে দ্বিধায় সাবেক চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে পরাজয়ে শেষ আটের আশা ফিকে বাবর আজমদের। শেষ দুই ম্যাচে বড় জয় ছাড়াও যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের হার প্রার্থনা করতে হবে তাদের। জটিল পথের প্রথম ধাপে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় কানাডার মুখোমুখি হবে কানাডা। ম্যাচের আগে মানসিক অশান্তিতে দলটির খেলোয়াড়রা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন স্বয়ং পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আজহার বলেছেন, ‘প্রত্যেকের হৃদয়ই ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের কাছে হারের চেয়ে ভারতের কাছে হারটি ছিল বেশি হতাশার।’মনোবল ভেঙে গেলেও আশা হারাচ্ছেন না পাকিস্তানের কোচ। তার মতে এখনো ঘুরে দাঁড়ানোর সম্ভবনা আছে। বলেছেন, ‘আমাদের যেহেতু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, তাই মনোবল চাঙা করাটা খুব প্রয়োজন। সবকিছু শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমরা আশা হারাচ্ছি না।’
আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারটি মেনে নেওয়া গেলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারটি কষ্ট দিয়েছে পাকিস্তানের সমর্থকদের। বিশেষ করে ব্যাটিং দৈন্যতার কারণেই পথহারায় পাকিস্তান। আজহার বলেছেন,‘আমাদের শট নির্বাচন ঠিক ছিল না। যেটা রান রেট ১০-এ নিয়ে গেছে। আমরা ১৫ ওভার পর্যন্ত ভালো খেলছিলাম। আমরা দল হিসেবে হেরেছি এবং কোনো ব্যক্তিকে দায় দিতে পারি না। ব্যর্থতার দায়ভার অবশ্যই ম্যানেজমেন্টের। সবাই ভুল করেছি। কোনো খেলোয়াড় যদি নিজের সামর্থ্যে সন্দেহ করতে শুরু করে, তখন সবকিছু খুব কঠিন হয়ে যায়। নিজেদের প্রতি বিশ্বাস রেখে যদি আমরা খেলতে পারি, সবাইকে ভুল প্রমাণ করা যাবে।’