× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতকে ১১৯ রানেই গুটিয়ে দিয়েছে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২৩:৫৭ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ০০:৩৬ এএম

হারিস রউফ ও নাসিম শাহ

হারিস রউফ ও নাসিম শাহ

বল হাতে মাঠে নেমেই জ্বলে উঠেন পাকিস্তানের পেসাররা। রীতিমতো ঝড় বইয়ে দেন হারিস রউফ ও নাসিম শাহরা। তাদের দুজনের সঙ্গে পেস আগ্রাসনে যোগ দেন মোহাম্মদ আমির। ত্রয়ীর পেস আগুনে পুড়ে ছারখার হয়েছে ভারত। ব্যাটিং বিপর্যয় সামলে উঠতে না পেরে ১৯ ওভারেই মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রোহিত শর্মার দল।

টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে এটি ভারতীয়দের চতুর্থ সর্বনিম্ন স্কোর। আর গুটিয়ে যাওয়া ইনিংসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। শুরুতে ব্যাটিংয়ে নেমে বৈশ্বিক আসরে এত কম রানে কখনোই অলআউট হয়নি ভারত। 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দলের ব্যাটিং ব্যর্থতার মাঝে ব্যাট হাতে লড়াই করেছেন কেবল রিশব পন্থ। তার ব্যাট থেকে এসেছে ৪২ রান। অক্ষর প্যাটেলের ২০ রানের সঙ্গে ১৩ রান আসে ওপেনার রোহিত শর্মার কল্যাণে। বাকি ব্যাটাররা উড়ে যান পাকিস্তানের পেস দাপটে। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে দুই অঙ্ক আর কেউ ছুঁতে পারেননি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিং বেছে নেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলেই প্রমাণ করেন তার সতীর্থরা। ক্ষুরধার বোলিং পারফরম্যান্সে তিনটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ। মোহাম্মদ আমির পান দুটি উইকেট।

একাদশে এক পরিবর্তন আনে পাকিস্তান। আজম খানের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন ইমাদ ওয়াসিম। অন্যদিকে আইরিশদের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করা ভারত মাঠে নামে অপরিবর্তিত একাদশ নিয়ে।

বৃষ্টির হানায় নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়ায় ভারত-পাকিস্তান লড়াই। ম্যাচের মাঝে বেশ কয়েকবার বৃষ্টি বাগড়া দিলেও কোনো ওভার কাটা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা