প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২৩:১৮ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২৩:৩৯ পিএম
দিয়া সিদ্দিকী ও রোমান সান
জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত নারী বিভাগে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দিয়া সিদ্দিকী। আজ রবিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের জ্যোতি রাণী চাকমাকে হারিয়ে রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের অন্যতম সেরা এ আর্চার। এ নিয়ে টানা তিনবার নিজের প্রিয় এ ইভেন্টে শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন দিয়া।
বাংলাদেশ আনসারের দিয়া সিদ্দিকী এলিমিনেশন রাউন্ড থেকে ফাইনালের টিকিট কাটার পথে প্রতিপক্ষকে কোনো সেটই জিততে দেননি। প্রতিটি পর্বেই জিতেছেন সরাসরি ৬-০ সেটে। আজ রবিবার ফাইনালেও পুরো পাঁচ সেট খেলার দরকার হয়নি। চার সেটেই খেলা শেষ করে দেন দিয়া। জ্যোতি রাণী চাকমাকে ২-৬ সেট পয়েন্টে হারিয়ে দেন।
হ্যাটট্রিক স্বর্ণপদক জিতে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের সেরা নারী আর্চার দিয়া বলেন, ‘এই ইভেন্টে আমার টানা তিনবার স্বর্ণ আসল। বিউটি দির (বিউটি রায়) ছয়বার জেতার রেকর্ড আছে। সামনের বছরগুলোতে সেটা স্পর্শ করার লক্ষ্য রয়েছে।’
ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতলেও দলীয় দুই ইভেন্ট নারী দলগত ও মিশ্র দলগত রিকার্ভের ফাইনালে পৌঁছতে পারেনি দিয়ার দল আনসার। মিশ্র বিভাগে স্বামী রোমান সানার সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। কিন্তু রোমান-দিয়া জুটিকে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রোঞ্জ পদকে। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কাছে ৬-০ সেট পয়েন্টে হারেন রোমান-দিয়া জুটি। ব্রোঞ্জের লড়াইয়ে বিকেএসপিকে ৫-৩ সেট পয়েন্টে ধরাশায়ী করে এ সেলিব্রিটি দম্পতি।