প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২২:১৯ পিএম
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
২০১৭ সালের পর থেকে হচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফি। অবশেষে আগামী বছর পাকিস্তানের মাটিতে বসবে আইসিসির ফ্লাগশিপ এ টুর্নামেন্ট। এক দিনের সংস্করণে ৮ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ফেব্রুয়ারি-মার্চে। এমন সিদ্ধান্তই নাকি নিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। ক্রিকেটভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিজ দিয়েছে এমন খবর।
বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির। আসর শেষ হবে ৯ মার্চ। আট দলের এ বৈশ্বিক আসর দিয়ে ২০০৮ সালের পর বহুজাতিক ক্রিকেট টুর্নামেন্ট ফিরবে পাকিস্তানে। আগেই টুর্নামেন্টের টিকিট পাওয়া আট দলকে এরই মধ্যে খবরটি জানিয়ে দিয়েছে আইসিসি।
তবে ঠিক কবে, কখন, কোথায়, কোন ম্যাচ হবে? পূর্ণাঙ্গ সেই সূচি এখনও চূড়ান্ত হয়নি। শুরুতে শোনা যাচ্ছিল পাকিস্তানে অনুষ্ঠেয় এ আসর শুক্রবার শুরু হয়ে পর্দা নামবে রবিবারে। তবে ক্রিকবাজ জানিয়েছে, উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে বুধবার। আর ফাইনাল হবে রবিবার।
প্রায় আট মাস আগেই আসরে অংশগ্রহণকারী দেশগুলোকে টুর্নামেন্ট শুরুর দিন জানিয়ে দিয়েছে আইসিসি। কারণ ফেব্রুয়ারি ও মার্চের ওই সময়টায় সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দুবাইয়ের আইএল টি-২০, দক্ষিণ আফ্রিকার এস২০, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তানের পিএসএল হওয়ার কথা রয়েছে।