× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের পাশে বিসিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:২৩ পিএম

সাকিবের পাশে বিসিবি

মাঝেমধ্যে পথ হারিয়েছেন ঠিকই। তবে স্বমহিমায় ফিরেছেন দিগুণ শক্তিতে। সব সমালোচনা পাশ কাটিয়ে আরোহণ করেছেন নতুন শৃঙ্গে। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপেও তেমনই কিছু করে দেখাবেন সাকিব আল হাসান। ভক্তদের চাওয়া তেমনই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও প্রত্যাশাও অভিন্ন।

সম্প্রতি র‌্যাঙ্কিংয়ে ধস নেমেছিল সাকিবের। ঘুরে দাঁড়িয়েছেন। পুনরুদ্ধার করেছেন মসনদ। বিশ্বসেরা অলরাউন্ডারের এবার ফর্মে ফেরার পালা। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের মতে, ‘অবশ্যই’ সাকিব ফর্মে ফিরবে, তার ফেরা উচিত। গত শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেছেন, ‘সবার চাওয়া সাকিব পারফর্ম করুক। সে অলরাউন্ডার। ব্যাটিং-বোলিং দুই সেক্টরে অবদান রাখে। আরেকটু ওয়ার্কআউট এবং হার্ডওয়ার্ক করলে অবশ্যই সাকিব ফর্মে ফিরবে।’

বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে পথচলায় ন্যূনতম অবদান ছিল না সাকিবের। বল হাতে খরুচে, ব্যাট হাতে ছিলেন নির্বিষ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন হীন পারফরম্যান্সের বেশ সমালোচনা হচ্ছে। তবে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান মনে করেন, সাকিবের অফফর্ম ক্ষণস্থায়ী। শিগগিরই সে আলোর মুখ দেখবে। বলেছেন, ‘ফর্মটা টেম্পোরারি। সাকিব অবশ্যই আগামী ম্যাচগুলোতে অবদান রাখবে।’

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে জয়ের কারণে বাংলাদেশের উচ্চাশা বহু দূর। জালাল বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুতে প্রথম ম্যাচ জেতা গেলে আত্মবিশ্বাস অন্য মাত্রায় চলে যায়। আমাদের এটা খুবই দরকার ছিল। দুই পয়েন্ট দিয়ে শুরু করেছি। আশা করছি পরের ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো করবে।’

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হার। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খোয়ানো। সব মিলিয়ে ভীষণ চাপে ছিলেন নাজমুল হোসেন শান্তরা। তবে একটি জয় পরিস্থিতি বদলে দিয়েছে বলে মনে করেন বিসিবির কর্মকর্তা, ‘যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার। এটা দলকে চাপে রেখেছিল। খেলোয়াড়রাও মানসিক চাপে ছিল। তবে খেলার আগে টিম মিটিংয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি ছিল। ম্যাচের আগে কেউ ভেঙে পড়লে সেটা প্রভাব ফেলত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা