প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:২২ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২১:২৬ পিএম
দেশেও
গরম ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের
গরম যেন বাড়াবাড়িই! গতকাল
কাতার থেকে পাঠানো এক
ভিডিও বার্তায় হাভিয়ের কাবরেরা গরম নিয়ে বললেন
বেশ কিছু সময়। তারপর
শোনালেন প্রত্যয়। ১১ জুন বাংলাদেশ
সময় রাত ১০টায় লেবাননের
বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের।
সেখানে ইতিবাচক ফলের আশা করছে
জামাল ভুইয়াদের কোচ।
দোহার
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে খেলা। যুদ্ধ
ও রাজনৈতিক সমস্যার কারণে ম্যাচটি হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। গত নভেম্বরে ঢাকায়
লেবাননের বিপক্ষে ‘হোম’ ম্যাচটি ১-১ গোলে ড্র
করেছিল বাংলাদেশ। এবারও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ
কাবরেরা।
কাবরেরা
বলেছেন, ‘দীর্ঘ ভ্রমণের পর অনুশীলনে দলের
সবাই বেশ ভালো রিকভারি
করেছে। লেবাননের বিপক্ষে প্রস্তুতির মূল পর্বটা আজ
শুরু হবে (শেষ
হয়েছে), খেলার আগে এটাই শেষ
এবং আগামীকাল অল্প কিছু
বিষয় থাকছে। সবকিছু ঠিকঠাক আছে। খেলোয়াড়রা ইতিবাচক
ফলাফলের মাধ্যমে গ্রুপপর্ব শেষ করার জন্য
মুখিয়ে আছে।’
ম্যাচের
সময় নিয়ে ক্যাবরেরা বলেছেন,
‘সকালে যেমন গরম থাকে
আমরা তেমন আবহাওয়াই আশা
করেছিলাম। কিন্তু ম্যাচ হবে রাত ১০টায়
এবং সন্ধ্যার পর থেকে আবহাওয়া
স্বাভাবিক হওয়া শুরু করে।
আশা করছি ম্যাচের সময়
তেমন কোনো অসুবিধা হবে
না।’