প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৮:৪৮ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২১:৫০ পিএম
চিরপ্রতিদ্বন্দ্বী—ক্রীড়াতে অন্যতম ব্যবহৃত শব্দ এটি । ফুটবলে যেমন ব্রাজিল-আর্জেন্টিনা, ক্রিকেটেও প্রতিবেশী দুই দল ভারত-পাকিস্তানের লড়াই উৎসবের উপলক্ষ। যাদের ম্যাচ সূচি প্রকাশের পর থেকেই শুরু হয় কথার লড়াই এবং প্রেডিকশন। ম্যাচগুলো আয়োজক সংস্থার কাছে হয়ে ওঠে লাকি চার্ম। চাহিদার পরিপ্রেক্ষিতে বাড়িয়ে দেওয়া হয় টিকিটের দাম। সুবোধ বালকের মতো দর্শকদেরও বাধ্য থাকতে হয়।
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনই কাণ্ড ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ভারত-পাকিস্তানসহ হাইভোল্টেজ ম্যাচগুলোর টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে তারা। অবশ্য আইসিসির এমন একপেশে সিদ্ধান্তে খুব একটা কাজে আসেনি। কারণ ম্যাচ শুরুর পূর্বেও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট থেকে গেছে অবিক্রীত।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে আইসিসির ওয়েবসাইট ঘেটে দেখা যায় , নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রিমিয়াম ক্লাব লাউঞ্জ, ডায়মন্ড ক্লাব ও ক্যাবানসের আসন ফাঁকা। এর মূলে চোখ কপালে ওঠার মতো টিকিটের দাম। ডায়মন্ড ক্লাবের একটি আসনের খরচ ১০ হাজার ডলার। প্রিমিয়াম ক্লাব লাউঞ্জের আসনের দাম ২ হাজার ৫০০ ডলার এবং ক্যাবানসের একটি টিকিট কিনতে দর্শকদের গুনতে হবে ৩ হাজার টাকা।
আয়োজক সংস্থার এমন সিদ্ধান্তে তিতিবিরক্ত দর্শকরা। সাধ্যের বাইরে টিকিটের দাম থাকায় তারা সামাজিক মাধ্যমগুলোয় আইসিসির দিকে আঙুল তুলেছে।