প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৮:০৫ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১৮:২৯ পিএম
ভারতের বিপক্ষে মাঠে নামছে আজ পাকিস্তান
ভারত-পাকিস্তান ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। নিউইয়র্কের আবহাওয়ার পূর্বাভাস তো তেমন খবরই দিচ্ছে। স্থানীয় সময় বেলা ১১টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ৫১ শতাংশ। মানে দুই চিরশত্রুর ম্যাচের বয়স আধা ঘণ্টা না হতেই বাগড়া দিয়ে বসতে পারে বৃষ্টি। বিকাল ৪টা পর্যন্ত ম্যাচ ভেন্যুতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ। পরে বৃষ্টির সম্ভাবনা কমে ৩০ শতাংশে নেমে আসতে পারে।
গ্রুপ পর্বের অন্যান্যা ম্যাচের মতো ভারত-পাকিস্তান ম্যাচের জন্য নেই রিজার্ভ ডে। তবে প্রকৃতির খাম-খেয়ালিপনার কারণে দরকার হলে খেলার সময় বাড়াতে পারবেন ম্যাচ রেফারি। তবে তাই বলে ক্রিকেটার, আম্পায়াররা বৃষ্টি থামার জন্য স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত নিশ্চয়ই বসে থাকবেন না। আবহাওয়ার পূর্বাভাস ফলে গেলে রোহিত-বাবরদের স্নায়ুচাপের ভেসে যেতে পারে বৃষ্টিতে।
বৃষ্টির নাচনে ম্যাচটি পণ্ড হলে পাকিস্তান চাপে পড়ে যাবে। আর হারলে তো কথাই নেই। শাহীন আফ্রিদিদের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে অনাকাঙ্ক্ষিতভাবে হার মানার কারণে বাবর আজমদের এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। সুপার এইটে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে পাকিস্তানের সামনে আজকের ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই। ভারতের বিপক্ষে ম্যাচটি যদি বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও পাকিস্তান পাঁচ পয়েন্টের বেশি পাবে না।
পরে কানাডা ও আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ দুটি জিতলে ভারত সুপার এইটে পা রাখবে। তাহলে ‘এ’ গ্রুপ থেকে আর মাত্র একটি দল পরের পর্বের টিকিট কাটতে পারবে। সে লড়াইয়ে এগিয়ে মোনাঙ্ক প্যাটেলের দল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের পুঁজি এখন চার পয়েন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই মার্কিনীদের সংগ্রহ দাঁড়াবে ছয় পয়েন্ট। সেটা হলে সুপার এইটে রোহিতের ভারতের সঙ্গী হবে যুক্তরাষ্ট্র। তখন আগে-ভাগে বিদায় নিতে হবে বাবর আজমদের। গ্রুপ পর্বের খেলা শুরু হতে না হতেই কঠিন সমীকরণের মুখে পাকিস্তান। ভাগ্যের ছোঁয়া নিয়ে মেন ইন গ্রিন শিবির সেই বাধা উতরে উঠতে পারে কিনা সেটাই এখন দেখার।
রোমাঞ্চ ছড়িয়ে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। ক্রিকেট মাঠের উত্তাপ আর উন্মাদনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লড়াইয়ে নামছে দুদল। দুই ক্রিকেট জায়ান্টের জমজমাট লড়াই হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।