× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসাউ স্টেডিয়ামে রোহিত-বাবরদের জন্য নিশ্ছদ্র নিরাপত্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৭:৫৩ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ১৮:২৯ পিএম

নাসাউ স্টেডিয়ামে রোহিত-বাবরদের জন্য নিশ্ছদ্র নিরাপত্তা

রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচটি সামনে রেখে দুদলের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থাই নিয়েছে মার্কিনীরা। ব্যবস্থা করা হয়েছে নিশ্ছদ্র নিরাপত্তা। সাধারণত হাইভোল্টেজ ম্যাচে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় স্টেডিয়ামসহ পুরো ভেন্যু এলাকা। তারওপর এ মহারণের আগে থেকেই রয়েছে জঙ্গি হামলার হুমকি। এবার নাসাউ কাউন্টি কর্মকর্তারা জানিয়েছেন, নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপদে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি মোকাবিলায় অভয় দিয়ে নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান বলেন, ‘কোনো কিছুই অপ্রত্যাশিত নয়। এ ধরনের ইভেন্ট থাকলে কিছু হুমকি আসেই। সবাইকে নিরাপদে রাখতে আমরা কোনো ত্রুটি রাখছি না। আমরা আত্মবিশ্বাসী যে পরিস্থিতির মোকাবিলা করতে পারব।’

ক্রিকেট ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা হয়তো নেই যুক্তরাষ্ট্রের। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার অভিজ্ঞতা বেশ ভালোই রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা থেকেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচকে। নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার ম্যাচের নিরাপত্তার ইস্যু নিয়ে বলেন, ‘ক্রিকেট খেলা আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু নিরাপত্তা প্রদান করা নয়। কয়েক বছর আগে যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য আমরা নিরাপত্তার আয়োজন করেছিলাম। এই ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তার মাত্রা তার তুলনায় অনেক বেশি হবে।’

সঙ্গে প্যাট্রিক রাইডার আরও জানান, ‘শহরের আনাচে কানাচে বিশেষ নজরদারি দেওয়ার জন্য টহলদারের সংখ্যা বাড়ানো হয়েছে। স্টেডিয়াম আসার সমস্ত রাস্তা এবং স্টেডিয়ামের প্রতিটি কানায় ক্যামেরা লাগানো হয়েছে। যাতে কোনো রকম সন্দেহ জনক পরিস্থিতি নজরে এলেই পুলিশের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া যায়।’

রোমাঞ্চ ছড়িয়ে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। ক্রিকেট মাঠের উত্তাপ আর উন্মাদনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লড়াইয়ে নামছে দুদল। দুই ক্রিকেট জায়ান্টের জমজমাট লড়াই হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা