× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তান মুখোমুখি

দ্বৈরথটা কোহলি-আমিরদেরও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৭:০১ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ১৭:০৪ পিএম

বিরাট কোহলি, মোহাম্মদ আমির, রোহিত শর্মা, শাহীন শাহ আফ্রিদি, জাসপ্রীত বুমরাহ ও বাবর আজম

বিরাট কোহলি, মোহাম্মদ আমির, রোহিত শর্মা, শাহীন শাহ আফ্রিদি, জাসপ্রীত বুমরাহ ও বাবর আজম

রোমাঞ্চ ছড়িয়ে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। ক্রিকেট মাঠের উত্তাপ আর উন্মাদনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লড়াইয়ে নামছে দুদল। দুই ক্রিকেট জায়ান্টের জমজমাট লড়াই হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চির বৈরী প্রতিবেশীর দ্বৈরথের মধ্যে সবার নজর থাকবে ছোট ছোট আরও কিছু দ্বৈরথে। বিরাহ কোহলি ও মোহাম্মদ আমিরদের সেই লড়াইয়ে কারা শেষ হাসি হাসেন। সেটাই এখন দেখার বিষয়। এ নিয়েই এ প্রতিবেদন-

বিরাট কোহলি-মোহাম্মদ আমির

কুড়ি ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত কোহলিকে সাজঘরে ফেরাতে পারেননি মোহাম্মদ আমির। সব ধরনের সংস্করণ মিলিয়ে এখনও পর্যন্ত কোহলিকে দুইবার পরাস্ত করতে পেরেছেন তারকা এ পেসার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কোহলিকে দুবারই একদিনের ক্রিকেটে আউট করেছেন আমির। কোহলি প্রথমবার ড্রেসিংরুমে ফিরিয়েছেন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।

শিরোপা নির্ধারণী ম্যাচটিতে আমির একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় টিমকে। পরের বার ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে কোহলির উইকেট শিকার করেছিলেন আমির। আর আমিরের বিরুদ্ধে খেলা ৬০ বলে কোহলি সংগ্রহ করেছেন মাত্র ৫৬ রান। হাঁকান সাতটি চার। আমিরের বলে কখনো ছক্কা আদায় করতে পারেননি কোহলি। সন্দেহ নেই আজ রবিবার রাতে বাঁহাতি তারকা পেসার আমিরের সঙ্গে ব্যাটার কোহলির লড়াইয়ে বাড়তি নজর থাকবে সবার।

রোহিত শর্মা-শাহিন শাহ আফ্রিদি

বাঁহাতি পেসারদের বিরুদ্ধে সব সময় খাবি খান রোহিত শর্মা। আর ক্রিজে ব্যাট-বলের লড়াইয়ে বোলার যদি থাকেন শাহিন শাহ আফ্রিদি। তাহলে ভারতীয় শিবিরের কপালে পড়ে যায় দুশ্চিন্তার ভাঁজ। সব ধরনের সংস্করণ মিলিয়ে রোহিত ও আফ্রিদি একে অপরকে মোকাবিলা করেছেন ছয়বার। তবে তিনবারের বেশি রোহিতকে উইকেট থেকে বিদায় করতে পারেননি আফ্রিদি।

পাকিস্তানের তারকা এ পেস বোলারের বিরুদ্ধে ৬২টি বল মোকাবিলা করেছেন রোহিত। বিপরীতে রান পেয়েছেন ৫২। পাঁচ বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রবিবার পরিসংখ্যানকে নিজের পক্ষে কথা বলাতে প্রস্তুত রোহিত। কিন্তু প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নেমে চোট পেয়েছেন রোহিত। ইনজুরি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে চোট পেয়েছেন অনুশীলনে। এ কারণে রোহিতকে নিয়ে একটা আশঙ্কা থেকেই গেল।

জাসপ্রীত বুমরাহ-বাবর আজম 

ভারতের পেস আক্রমণের অন্যতম কর্ণধার জাসপ্রীত বুমরাহ। কিন্তু ইয়র্কারের এ রাজা এখনো বাবর আজমের উইকেট নিতে পারেননি। বুমরাহর বিরুদ্ধে বাবর খরচ করেন ৪৯ বল। বিনিময়ে পাকিস্তানের অধিনায়ক পেয়েছেন ৩৫ রান। হাঁকান মাত্র চারটি বাউন্ডারি। বুমরাহর বিরুদ্ধে রান চাকা বেশি ঘোরাতে না পারলেও নিজের উইকেট সঁপে দেননি বাবর।

অধরা সেই উইকেটটি যে করেই হোক ছিনিয়ে নিতে চাইবেন বুমরাহ। কারণ পাকিস্তান কাপ্তানের হাতের ব্যাট হাসলে দলটির পুঁজি হয়ে যেতে পারে বিশাল। তাই বাবরকে রুখতে চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না ফর্মে থাকা ভারতীয় এ পেসার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা