× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

লজ্জার রেকর্ড গড়েও ইতিবাচক মাসাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৪:০৪ পিএম

শিখতে চান মাসাবা— সংগৃহীত ছবি

শিখতে চান মাসাবা— সংগৃহীত ছবি

অসম লড়াইয়ের আভাস ছিল। প্রভিডেন্স স্টেডিয়ামে হয়েছেও তাই। ক্যারবিয় ব্যাটিং ঝড়ের বেগ কিছুটা নিয়ন্ত্রণে নিলেও বোলিং তোপ সামলে উঠতে পারেনি উগান্ডা। ওয়েস্ট ইন্ডিজের কাছে পেয়েছে লজ্জার হার। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ব্রায়ান মাসাবা তবুও আত্মবিশ্বাসের রসদ খুঁজে পেয়েছেন।

গতকাল শনিবার রাতে ৩৯ রানে অলআউট হয় উগান্ডা, টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ডে। এমন লজ্জাজনক রেকর্ড গড়ে ১৩৪ রানের বড় হারেও ‘অনুভূতি’ ভালো অধিনায়ক ব্রায়ান মাসাবার, ‘দিনটি আমাদের জন্য কঠিন ছিল। বিপরীতে শেখার জন্য দারুণ একটি ব্যাপার। তারা নিজেদের জাত চিনিয়েছে, যা ম্যাচের পার্থক্য গড়ে আছে।’

এমন হারেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন উগান্ডার নেতা,   ‘বোলারদের পারফরম্যান্সে কিছু ইতিবাচক দিক ছিল। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে ২০০ রানের নিচে আটকাতে পেরেছে আমাদের তরুণ বোলাররা, বিশেষ করে কসমাস কিয়েউতা ও জুম্মা মিয়াজির কথা আলাদা করে বলতে হবে। তারা ডেথ ওভারে অসাধারণ বোলিং করেছে। আশা করি এই বিশ্বকাপ থেকে অনেককিছুই শিখতে পারব।’

মাসাবা টেনেছেন বাস্তবতা, ‘বিশ্বকাপের মতো মঞ্চে খেলা একটি বিশাল চ্যালেঞ্জ, তবে আমরা সেটি উপভোগ করছি। কারণ দলের উন্নতি করতে চাইলে এ ধরনের প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে আশা করি ব্যবধান কমাতে পারব। বাড়িতে ফিরে যাওয়ার আগে দারুণ একটি শিক্ষা।’

এর আগে সর্বনিম্ন ৩৯ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড কেবল ছিল নেদারল্যান্ডসের। তারা উগান্ডার চেয়ে আরও ৯ বল কম খেলেছিল। ২০১৪ আসরে ডাচদের ১০.৩ ওভারে ৩৯ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা