প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৩:৩৯ পিএম
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ দলের। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খোয়ানোর পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে অতীত ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। ফলে এখন তাদের সামনে হাতছানি দিচ্ছে সুপার এইটে ওঠার সুযোগ। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনেরও আশা, সুপার এইটে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল শনিবার (৮ জুন) মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির এই পরিচালক বলেন, ‘জয় তো জয়ই। টেবিলের তিন নম্বরে আছি, এক ম্যাচে দুই পয়েন্ট নিয়ে। তবে যদি আপনি যদি বলেন…তৃপ্তির জয় না। অবশ্যই এর চেয়ে ভালোভাবে পার হয়ে যাওয়া উচিৎ ছিল আমাদের। সেই দলই আমরা, এর চেয়েও ভালো দল। আমি মনে করি ১২৫ রান অতিক্রম করতে গিয়ে আমাদের এতো কষ্ট করা দরকার ছিল না।’
তবুও টাইগারদের জয়টাকেই বড় স্বস্তি হিসেবে দেখছেন সুজন, ‘যেহেতু আমরা একটু চাপে ছিলাম। আমেরিকার সঙ্গে দুটি ম্যাচ হারলাম, ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটাও শেষ করতে পারিনি (জয় দিয়ে)। অবশ্যই আমাদের ব্যাটিং গ্রুপ একটু চাপে ছিল। লিটন, সৌম্য, শান্তকে নিয়ে অনেক কথা হচ্ছিল। চাপে ছিল যে এটা ওদের চেহারা দেখেই বুঝেছি, অনেক চাপে ছিল। তারপরও যে স্বস্তির জয়টি এসেছে এটা খুব গুরুত্বপূর্ণ।’
এখান থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে সুপার এইটে খেলবে বলে বিশ্বাস সাবেক এই অধিনায়কের, ‘এখান থেকে ঘুরে দাঁড়ানোর টনিক হিসেবে কাজ করবে। যদিও পরের ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে। নিউইয়র্কের উইকেটে খেলা হবে। সেখানকার উইকেটে আমি খেলা দেখেছি সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কার।’
নিউইয়র্কের নাসাউতে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতের সঙ্গে। ভারতীয়রা মোটামুটি সাবলীল ব্যাটিং করলেও, নড়বড়ে ছিল নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং। তবুও সেই উইকেটে ভালো খেলার প্রত্যাশা সুজনের, ‘সেটা কঠিন উইকেট। ব্যাটাররা কীভাবে খেলে দেখতে হবে। এরপর নেদারল্যান্ডস আর নেপালের সাথে জিতলে আমরা হয়ত সুপার এইটে যাব। আশা করি এখান থেকে ভালোভাবে ফিরে আসব। বাকি তিনটা ম্যাচ আমরা ঠিকমতো শেষ করব।’