প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১১:০২ এএম
লাতিন আমেরিকার শ্রেষ্ঠতের আসর কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামার আগে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে পাঁচ গোলের থ্রিলারের ম্যাচে সেলেসাওদের জয় উপহার দিলেন বিষ্ময়বালক এন্ড্রিক।
রবিবার (৯ জুন) বাংলাদেশ সময় সকালে টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে ৩–২ ব্যবধানের জয় পেয়েছে সেলেসাওরা। দলের হয়ে একটি করে গোল করেছেন আন্দ্রেস পেরেইরা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও এন্ড্রিক।
বল দখলে আধিপত্য থেকে শুরু করে গোল, উভয়দিকেই এগিয়ে ছিল সেলেসাওরা। ম্যাচের প্রথম দশ মিনিটে সাভিওর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আন্দ্রেস পেরেইরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরে ৫৪ মিনিটে মার্টিনেল্লি এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
সবাই যখন ভাবছিল ব্রাজিল হেসেখেলেই জিতবে তখনই জ্বলে ওঠে মেক্সিকান ফুটবলাররা। ৭৩ মিনিটে কুইনোনেস গোল করে মেক্সিকোর হয়ে এক গোল শোধ দেন। ম্যাচ যখন ব্রাজিলই জিততে চলছিল তখনই ৯৩ মিনিটে বদলি হিসেবে নেমে ২-২ এ সমতায় ফেরান গুইলেরমো মার্টিনেজ।
ম্যাচের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুস জুনিয়রের উড়িয়ে মারা বল, লাফিয়ে ওঠে তাতে মাথা ছুঁইয়ে ভোঁ দৌড় এন্ড্রিক ফেলিপের। এরপর রোনালদোর লিমার পরা সেই আইকনিক ‘৯’ নম্বর জার্সি হাতে ধরে অনন্য উদযাপন। আর এর মধ্য দিয়ে নাটকীয় ম্যাচে জয় নিশ্চিত হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।