প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৬:২৭ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ড্রপ
ইন পিচ’ নিয়ে চায়ের আলোচনায় ঝড়। আইসিসির ব্যবস্থাপনাও কাঠগড়ায়। ভেন্যু ও হোটেল দূরত্ব
নিয়ে ক্ষোভ ঝেড়েছে একাধিক দল। শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা রীতিমতো বিরক্ত।
বিশেষ দলকে সুবিধা দেওয়ার কথা বলেছে লঙ্কানরা। একই অভিযোগ পাকিস্তানেরও। যদিও তাদের
সেই আর্জি আমলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
পাকিস্তানের
সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, ভেন্যু থেকে স্টেডিয়ামের দূরত্ব ইস্যুতে অসন্তোষ প্রকাশ
করেছিলেন পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভি। তার সেই অসন্তোষে সাড়া দিয়েছে আইসিসি। সংবাদমাধ্যমটির
খবর অনুযায়ী, ইতোমধ্যে পাকিস্তানের টিম হোটেল পরিবর্তন করা হয়েছে। বাবর আজমরা নতুন
যে হোটেলে উঠেছেন, ভেন্যু থেকে সেটির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের।
জিও সুপারের দেওয়া তথ্য অনুযায়ী,
পিসিবিপ্রধান আইসিসিকে জানিয়েছেন, হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব মানবেন না তারা। এই
সংবাদমাধ্যমও জানিয়েছে, প্রয়োজনে নিজেদের খরচে হোটেল পরিবর্তন করত পাকিস্তান।
পাকিস্তানের অধিনায়ক হোটেল
ইস্যুতে বলেছিলেন, ‘মাঠ থেকে হোটেলের দূরত্ব, সুবিধা নিয়ে আমরা ভাবতে চাই না, ওটা বোর্ডের
দায়িত্ব।’ তবে বোর্ড তাৎক্ষণিকই অধিনায়কের কথা আমলে নিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম
ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল, আইসিসি যদি হোটেল পরিবর্তন না করে, তাহলে পিসিবি নিজের
খরচেই খেলোয়াড়দের নতুন হোটেলে নিয়ে যাবে।
পাকিস্তান নিউইয়র্কে ম্যাচ
খেলবে দুটি। একটি ৯ জুন ভারতের বিপক্ষে, অন্যটি ১১ জুন কানাডার বিপক্ষে। নিউইয়র্কে
পাকিস্তান দলকে যে হোটেল দেওয়া হয়েছিল, সেটি ওই দুই ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি ক্রিকেট
স্টেডিয়াম থেকে ৯০ মিনিটের দূরত্বে। এটা নিয়েই অসন্তোষ দেখান বাবর-মোহাম্মদ রিজওয়ানরা।