× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের আগে র‍্যাংকিংয়ে উন্নতি ওয়েস্ট ইন্ডিজের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৮:১০ পিএম

বিশ্বকাপের আগে র‍্যাংকিংয়ে উন্নতি ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মারকাটারি এই আসরে খেলতে নামার আগে বড় সুখবর পেয়েছে ক্যারিবীয়রা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে এই ফরম্যাটের জায়ান্টরা।

বৃহস্পতিবার (৩০ মে) আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থান থেকে ৪র্থ স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩-০ ব্যবধানে। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমানে রেটিং পয়েন্ট ২৫২।

অন্যদিকে প্রোটিয়ারা ৩ ধাপ পিছিয়ে নেমে গেছে ৭ম স্থানে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ২৪৪। সমান রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকার কারণে ১ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠেছে পাকিস্তান। ২৫০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড।

যথারীতি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত, রেটিং পয়েন্ট ২৬৪। ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২৫২।

এদিকে রেটিং পয়েন্ট কমলেও র‍্যাংকিংয়ে ৯ম স্থানেই রয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে এক ম্যাচ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচ হেরে বাংলাদেশের রেটিং ২৩২ থেকে কমে দাঁড়িয়েছে ২২৬ এ। ৮ম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ২৩২। আর ২১৭ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে আফগানিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা