প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৪ ০২:৫৬ এএম
আপডেট : ৩০ মে ২০২৪ ১১:০৭ এএম
রানার্সআপ ট্রফি নিয়ে মোহামেডানের ফুটবলারদের উল্লাস
বিজয়ীর নাম মিলেছে আগেই। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ দিনে ছিল না কোনো উত্তাপ। চোখ ছিল কেবল মোহামেডান-আবাহনীর দ্বৈরথে। দারুণ জমেও উঠেছিল ঐতিহ্যবাহী ক্লাব দুটির রানার্সআপ হওয়ার লড়াই। মর্যাদার সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছে মোহামেডানই। শেষ দিকের গোলে চিরশত্রুদের ধরাশায়ী করে রানার্সআপ হয়েছে সাদা-কালোরা।
বুধবার ঢাকা আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামের রোমাঞ্চকর এ জয়ে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্টের পুঁজি নিয়ে রানার্সআপ হয়েছেন কোচ আলফাজ আহমেদের শিষ্যরা। ৩২ পয়েন্ট নিয়ে এবারের লিগ মৌসুমে তৃতীয় সেরা দল হয়েছে আবাহনী।
লিগ শিরোপা আগেই নিশ্চিত করে রেখেছিল বসুন্ধরা কিংস। কোচ অস্কার ব্রুজনের দল শেষটাও রাঙাল জয়ের রঙে। প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখল কিংস। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। ৪৫ পয়েন্টের সংগ্রহ নিয়ে লিগ মৌসুম শেষ করেছে কিংস।
তবে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে অঘটন ঘটিয়েছে ফর্টিস। বন্দরনগরীর ক্লাবটির বিপক্ষে ৩-১ গোলে ধসিয়ে দিয়েছে তারা।
অন্যদিকে ১০ জনের শেখ জামালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রহমতগঞ্জ। আর সমান ব্যবধানে বাংলাদেশ পুলিশ হারিয়েছে রহমতগঞ্জকে।