প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৮:৫৮ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ২০:১৯ পিএম
মেয়েদের ফুটবল লিগে প্রথমবারের মতো শিরোপা জিতল নাসরিন স্পোর্টস। ছবি : বাফুফে
নির্ধারিত সময় শেষে যোগ করা হলো ৯ মিনিট। তাতে ট্রফি ছোঁয়ার আনন্দে আত্মহারা হতে সাবিনা খাতুন ও সানজিদা আক্তারদের একটু দেরি হলো এই যা। ম্যাচে ফেরার কোনো সম্ভাবনাই ছিল না প্রতিপক্ষ দলের। তাতে ব্যবধান কমার সুযোগ ছিল বৈকি! সেটিও কমাতে যেন বয়েই গেছে ঢাকা রেঞ্জার্সের ফুটবলারদের। ব্যাপারটা এমন যে, রেফারির শেষ বাঁশি বাজলেই তারা হাফ ছেড়ে বাঁচে। এবারের নারী লিগে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে দুয়েকটি বাদে বাকি প্রতিপক্ষদের একই হাল। জাতীয় দলের ছায়া দলটির ম্যাচে একতরফা লড়াই দেখেছে সমর্থকরা। শেষ পর্যন্ত ইতিহাসও হয়ে গেল নাসরিনের। মেয়েদের লিগে এই প্রথম শিরোপা জিতল মোহাম্মদ শাহাদত হোসেনের দল।
মঙ্গলবার (২৮ মে) লিগে নিজেদের শেষ খেলায় ঢাকা রেঞ্জার্সকে ১৩-০ গোলে হারিয়েছে নাসরিন। এবারই প্রথম মেয়েদের লিগের শিরোপা জিতল নাসরিন। এর আগে ২০১৯-২০ মৌসুমে রানার্সআপ হয়েছিল দলটি। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নাসরিন। অষ্টম মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে দলকে লিড এনে দেন সুমাইয়া। একটু পর ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। ১১ মিনিটে সাবিনার ক্রস থেকে অনায়াসে স্কোরলাইন ৩-০ করেন মারিয়া মান্দা। ৪ মিনিট পর ব্যক্তিগত গোলের খাতা খোলেন সাবিনা। ১৯ মিনিটে নিজের গোলের সংখ্যা দ্বিগুণ করেন তারকা এই ফুটবলার। ৩৮ মিনিটে কর্নারের পর দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে যান সুমাইয়া, বাম পায়ের নিখুঁত শটে স্কোরলাইন ৬-০ করেন তিনি। সুমাইয়ার পাস ধরে ৪০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। ৪৩তম মিনিটে বক্সের ঠিক ওপর থেকে দারুণ শটে ব্যবধান আরও বাড়ান তিনি।
এ গোলেই তিনি পেছনে ফেলেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা সাগরিকাকে। মৌসুমে ১৫টি গোল করেছেন বয়সভিত্তিক দলের তারকা স্ট্রাইকার সাগরিকা। ১৭ গোল করে এদিন সাগরিকার থেকে সর্বোচ্চ গোলের পুরস্কারটি ছিনিয়ে নেন সাবিনা। এরপর ৬২ মিনিটে নিজের পঞ্চম গোলটি করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় ঋতুপর্ণার গোলে ৯-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসরিন একাডেমি। বিরতির পর ফিরে ৫৮ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন সুমাইয়া। এরপর মনিকা চাকমা ও শামসুন্নাহার একবার করে জালের দেখা পান।
৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সেরা হলো নাসরিন একাডেমি। ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।