প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৭:৫১ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১৮:০০ পিএম
সদ্য শেষ হলো সপ্তদশ আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘটে যাওয়ার নানা ঘটন-অঘটন এবং তথ্য-উপাত্ত নিয়ে এখনো চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারতের জনপ্রিয় আসরটিতে মোট ৭৪টি ম্যাচের মধ্যে ৭১টি ম্যাচে খেলা হয়েছে। বাকি তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ১৪২ ইনিংস মিলিয়ে আসরে মোট ১৬,৩০০টি বল হয়েছে। ওয়াইড ও নো বল হিসাব করা হয়নি। এই বলগুলোর মধ্যে ফাইনালে করা স্টার্কের বলকেই সেরা মনে করছেন ম্যাথু হেডেন ও কেভিন পিটারসেন।
আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন হেডেন ও পিটারসেন। ফাইনাল শেষে সম্প্রচারকারী চ্যানেলে হেডেন বলেন, ‘যে মুহূর্তে বলটা স্টার্কের হাত থেকে বেরিয়েছিল, সেখানেই খেলার ভাগ্য স্পষ্ট হয়ে যায়। ওটাই আইপিএলের সেরা বল। ওই সময় ওই রকম বল করা মুখের কথা নয়।’
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পিটারসেনও হেডেনের সুরেই কথা বলেছেন, ‘আইপিএলে ১৩৬-১৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করছিল স্টার্ক। কিন্তু গত দুই সপ্তাহে ওর গতি বেড়েছে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছে সে। ফাইনালে অভিষেককে যে বলটায় ও বোল্ড করল সেটা এ বারের সেরা বল। ওখান থেকে যে বল বাইরের দিকে যাবে সেটা ভাবতেই পারেনি অভিষেক।’
স্টার্কের বলটি ভালো ভাবে দেখলে বোঝা যাবে, পুরোটাই পরিকল্পনার ফসল। আগের কয়েকটি বলে আউট সুইং করাচ্ছিলেন স্টার্ক। সেই বলগুলি অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বাইরের দিকে যাচ্ছিল। তাই অভিষেকের মাথায় চলছিল যে একটি বল ভিতরে ঢুকবে। আগের ম্যাচে ট্রেভিস হেডের উইকেট ভিতরের দিকে ঢুকে আসা বলেই নিয়েছিলেন স্টার্ক। পঞ্চম বলটি মিডল স্টাম্পে পড়তেই অভিষেক ভাবেন তা ভিতরের দিকে ঢুকবে। ইনসুইং হিসেবে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু বলের সিম পজিশন ছিল স্লিপের দিকে।