× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইকেল ভনের মত

পাকিস্তান সিরিজের চেয়ে আইপিএলে ভালো হতো প্রস্তুতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৪ ১০:১১ এএম

আপডেট : ২৭ মে ২০২৪ ১১:১৯ এএম

মাইকেল ভন। সংগৃহীত ছবি

মাইকেল ভন। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল ছেড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ছেড়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। এ সিদ্ধান্ত মানতে পারছেন না মাইকেল ভন। ইংলিশ কিংবদন্তির মতে আইপিএল খেললে ইংল্যান্ডের ক্রিকেটাররা বেশি উপকৃত হতেন।

জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকসের মতো তারকারা পাকিস্তান সিরিজ সামনে রেখে আগেভাগেই আইপিএল ছাড়েন। সুনীল গাভাস্কার, ইরফান পাঠানের মতো সাবেকরা তাতে খুব ক্ষোভ প্রকাশ করেন। সেই ক্ষোভের উদ্রেকই বাড়িয়ে দিয়েছেন খোদ একজন ইংলিশম্যান। যিনি কি না আবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

আইপিএল না খেলে ইংল্যান্ডের ক্রিকেটাররা কৌশলগত কোনো ভুল করেছেন কি না, তা নিয়ে অ্যাডাম গিলক্রিস্ট ও ভন আলাপ-আলোচনা করেন। ভন বলেন, ‘আমার মতে সব খেলোয়াড়কে বাড়িতে পাঠিয়ে একটা কৌশল আপনারা মিস করতে যাচ্ছেন। বিশেষ করে উইল জ্যাকস, ফিল সল্ট, জস বাটলার (আইপিএল) এদের কথা বলছি। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার চেয়ে এখানে (আইপিএল) খেললে প্রস্তুতিটা আরও ভালো হতো।’

তাহলে কি পাকিস্তানের মান তত ভালো নয় বলে মনে করছেন ভন? ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘পাকিস্তান দলকে অসম্মান করছি না। আমি শুধু দুটো প্রতিযোগিতার মানের কথা বলছি। হয়তো পাকিস্তানের বিপক্ষেও ওরা নিজেদের তৈরি করবে। কিন্তু আইপিএলে খেললেই হয়তো ভালো হতো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা