× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তী সরকারে টানাপড়েন

কাজী হাফিজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ০৯:৪১ এএম

অন্তর্বর্তী সরকারে টানাপড়েন

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৮ দিনের মাথায় এ সরকারে বড় ধরনের পরিবর্তন এসেছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। এ নিয়ে সরকারের ভেতরে শুরু হয়েছে টানাপড়েন। এমনকি পদত্যাগও করতে চেয়েছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত।

রবিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন বলে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও গতকাল শুক্রবার জানান। তিনি মনে করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় কিছু পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে প্রধান উপদেষ্টার অনুরোধে আপাতত তিনি হয়তো পদত্যাগ করবেন না। প্রধান উপদেষ্টা তাকে অনুরোধ করেছেন, অন্য কোনো মন্ত্রণালয় দেওয়া হচ্ছে তিনি যেন থেকে যান। উপদেষ্টা পরিষদ এবং ব্রিগেডিয়ার সাখাওয়াতের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেছে। 

নতুন চার উপদেষ্টা গতকাল শপথগ্রহণের পর দপ্তর বণ্টনের আগেই এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দপ্তর বণ্টন হলে, সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়। এ ছাড়া নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল দপ্তর বণ্টনের সময় একমাত্র সাখাওয়াত ছাড়া পুরোনো উপদেষ্টাদের কারোই মূল মন্ত্রণালয় পরিবর্তন হয়নি। বরং তাদের বেশিরভাগ বাড়তি আরও মন্ত্রণালয় পেয়েছেন। 

মন্ত্রণালয় পরিবর্তনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম সাখাওয়াত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কে আমার জানার পরিধি কম। সেখানে গিয়ে কী করব। তবে মন্ত্রণালয় পরিবর্তন হতে পারে। যেখানে যাব সেখানে যতটুকু দায়িত্ব পালন সম্ভব করব। এখন দেশের যে অবস্থা তাতে হার্ডওয়ার্ক ছাড়া উপায় নেই।’

প্রজ্ঞাপন জারির আগে গতকাল বিকালেও এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের। তখনই তিনি জানান, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকছেন না। এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকার সময় তিনি কী কী পরিবর্তন আনতে, কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে চেয়েছিলেন তাও জানান। তিনি বলেন, পুলিশে ঘুষ বন্ধের উদ্যোগ নিয়েছিলাম। পোশাক ও লোগো পরিবর্তন করতে চেয়েছিলাম। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার শুরুর উদ্যোগ নিতে চেয়েছিলাম। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার ফাইল চেয়ে পাঠিয়েছিলাম। এ মামলার তদন্তে ছিলেনÑ এমন একজন কর্মকর্তা আমার কাছে এসে বলেছিলেন, তদন্তের সময় আমাকে সরিয়ে দেওয়া হয়। তনু ও ত্বকী হত্যার বিষয়ে কাজ করতে চেয়েছিলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এম সাখাওয়াত হোসেনের আ.লীগ সম্পর্কে মন্তব্যে ক্ষুব্ধ হয় বিএনপি ও এ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কও তার ওই বক্তব্যের সমালোচনা করেন। এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগ মধ্যবিত্ত সেক্যুলারপন্থি বাঙালিদের দল ছিল উল্লেখ করে তাদের আগামী নির্বাচনের জন্য দল গোছাতে বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল গত সোমবার সন্ধ্যায় রাজধানীসহ অন্যত্র বিক্ষোভ করে। এ ছাড়াও তার পদত্যাগের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এম সাখাওয়াত হোসেন তার দায়িত্ব পালনকালে সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেছিলেন, ‘বিজিবি সীমান্তে আর পিঠ দেখাবে না।’ এ ছাড়া আন্দোলন দমনে পুলিশের হাতে মারণাস্ত্র দেওয়া নিয়েও তিনি কঠোর সমালোচনা করেন।

পুরোনো উপদেষ্টাদের দায়িত্ব বাড়ল

পুরোনো উপদেষ্টাদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। অধ্যাপক আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন। মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল শপথ নেওয়া নতুন চার উপদেষ্টা তাদের সঙ্গে যোগ দিলেন। এর আগে বিকাল ৪টা ১১ মিনিটে বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব রয়েছে। অন্য উপদেষ্টাদের মধ্যে হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র; শারমিন এস মুরশিদ সমাজকল্যাণ; সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক; বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা; আ ফ ম খালিদ হোসেন ধর্ম; ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ; নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা