প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:১৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২ পিএম
মহাকাশ স্টেশনে উৎপাদিত টমেটো (বাঁয়ে) এবং মহাকাশ বিজ্ঞানীয় ফ্র্যাঙ্ক রুবিও। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে উৎপাদিত একটি টমেটো হারিয়ে গিয়েছিল গত মার্চে। হারানোর প্রায় আট মাস পর টমেটোটির কিছু অংশের সন্ধান পাওয়া গেছে।
গত ২৯ মার্চ আইএসএস থেকে একটি ছোট টমেটো হারিয়ে যায়। আইএসএসে অবস্থানকারী মহাকাশ বিজ্ঞানীয় ফ্র্যাঙ্ক রুবিও টমেটোটি খেয়ে ফেলেছেন বলে মজা করে অভিযোগ করেছিলেন সহকর্মীরা। কিন্তু ৬ ডিসেম্বর টমেটোটির কিছু অংশের সন্ধান পাওয়া গেছে।
জানা গেছে, মহাকাশে সবজি চাষ প্রজেক্টে টমেটোটি উৎপন্ন হয়। গত মার্চেই ওই প্রজেক্টে উৎপাদিত সবজিগুলোর প্রথম নমুনা পান মহাকাশচারীরা। তবে ছত্রাকের সংক্রমণের ভয়ে তারা ওই সবজি খাননি।
এ অবস্থায় মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিওর কাছে থাকা টমেটোটি হারিয়ে যায়। পরে তার সহকর্মীরা বলাবলি করতে থাকেন যে, রুবিও টমেটোটি খেয়ে ফেলেছেন।
হারিয়ে যাওয়া টমেটোটি পাওয়ার পর সেটিকে লাইভে দেখিয়ে আইএসএস প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করেন মহাকাশচারীরা। গত সেপ্টেম্বরে একটি লাইভ স্ট্রিমে এসে রুবিও বলেন, আমি টমেটোটি খাইনি। আমিও অনেক সময় ধরে সেটিকে খুঁজেছি।
সূত্র : স্পেসডটকম