× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌমাছিও বাম থেকে ডানে গুনতে পারে

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১৯:৫৬ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ২০:১১ পিএম

মৌমাছিও মানুষের মতো বাম থেকে ডানে গুনতে পারে। ছবি : সংগৃহীত

মৌমাছিও মানুষের মতো বাম থেকে ডানে গুনতে পারে। ছবি : সংগৃহীত

গুনতে শেখা মানবসভ্যার ইতিহাসে এটি বড় ধাপ। বিশ্বের অধিকাংশ ভাষা বাম থেকে ডানে লেখা হয়। গণিতের সংখ্যাও গোনা হয় একই দিক থেকে, বাম থেকে ডানে। তর্ক আছে, গণনার ক্ষমতা কি মানুষের একচেটিয়া, কিন্তু না; অন্য প্রাণীরও এ বৈশিষ্ট্য রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মৌমাছি অন্তত পাঁচ পর্যন্ত গুনতে পারে। 

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের টুলুসের পল সাবাটিয়ের বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নবজাতক শিশু গুনতে শেখার আগেই এলোমেলো জিনিস সাজাতে পারে। কিছু মেরুদণ্ডী ও স্তন্যপায়ী প্রাণীরও একই বৈশিষ্ট্য রয়েছে। তারা কোনো জিনিস বাম থেকে ডানে সাজাতে পারে। 

এ গবেষণার একটি প্রতিবেদন গত সপ্তাহে (অক্টোবরের চতুর্থ সপ্তাহ) যুক্তরাষ্ট্রের পিয়ার-রিভিউড জার্নাল প্রোসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে (পিএনএএস) প্রকাশিত হয়েছে। এতে দাবি করা হয়, মানুষ ছাড়া অন্য প্রাণী গুনতে পারে কি না, তা নিয়ে তর্ক আছে। কিন্তু আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে, মৌমাছি অন্তত পাঁচ পর্যন্ত গুনতে পারে। মানুষের মতো তারাও বাম থেকে ডানদিকে গোনে। তা ছাড়া মৌমাছি তাদের মস্তিষ্কের এক অংশের তথ্য অন্য অংশে সরবরাহ করতে পারে। তাই এটা হয়তো বাড়িয়ে বলা হবে না যে, মানুষের মতো মৌমাছিরও ‘মানসিক সংখ্যা রেখা’ রয়েছে।

গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন টুলুসের পল সাবাটিয়ের বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল কগনিশন সেন্টারের অধ্যাপক মার্টিন গিউরফা। তিনি বলেন, ‘মানসিক সংখ্যা রেখার একটি সহজাত চরিত্র রয়েছে কি না, তা নিয়ে এখনও তর্ক রয়েছে। কারণ বিজ্ঞানীদের একটা অংশ মনে করে, মানসিক সংখ্যা রেখাটা প্রাকৃতিক নয়, বরং সাংস্কৃতিক। কিন্তু আমাদের উচিত, এক তরফা তর্ক না করে এ-সংক্রান্ত নতুন গবেষণা নিয়ে আরও চিন্তাভাবনা করা।’

প্রবা/টিএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা