× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদের পর এবার সূর্যে নজর ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১১:৪০ এএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৩:০৯ পিএম

সূর্য। ছবি : নাসা

সূর্য। ছবি : নাসা

চাঁদে সফল মিশনের পর এবার সূর্যের দিকে নজর দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

সূর্যকে পর্যবেক্ষণ করতে আদিত্য-এল১ নামের মহাকাশযান প্রেরণের প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি। এরই মধ্যে শ্রীহরিকোটার ল্যাঞ্চ প্যাডে উৎক্ষেপণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আদিত্য-এল ১ এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে।

ইসরো প্রধান এস সোমানাথ জানিয়েছেন, আগামী ২ দিনের মধ্যে আদিত্য উৎক্ষেপণের তারিখ ঘোষণা করা হবে।

সংস্থাটি আশা করছে, ২ সেপ্টেম্বরের মধ্যে তারা উৎক্ষেপণ সম্পন্ন করতে পারবে।

আদিত্য-এল১ কে হেভি-ডিউটি লঞ্চ ভেহিকল রকেটে করে উৎক্ষেপণ করা হবে। সব কিছু ঠিক থাকলে উৎক্ষেপণের পরে পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দুরবর্তী লাগরাঞ্জ পয়েন্টে (এল১) পৌঁছাতে ১২৫ দিন সময় লাগবে।

লাগরাঞ্জ পয়েন্ট হলো মহাকর্ষীয় শক্তির একটি ভারসাম্যপূর্ণ অবস্থা। যেখানে বস্তুগুলো আটকে থাকে, ফলে জ্বালানি খরচ কম হয়। ইতালীয়-ফরাসি গণিতবিদ জোসেফ-লুই লাগরাঞ্জের নামানুসারে এই অবস্থানগুলোর নামকরণ করা হয়েছে।

সেখান থেকেই সুর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য। সূর্যের বায়ুমণ্ডল ও সূর্য থেকে আসা অরোরাস রে বুঝতে কাজ করবে এটি। অরোরাস হলো সূর্য থেকে নির্গত একটি ক্ষতিকর রশ্মি, যা পৃথিবীতে বিঘ্ন ঘটাতে পারে।   

আদিত্য-এল১ মিশনের জন্য ২০১৯ সালে ভারত সরকার বরাদ্দ দিয়েছিল ৩৭৮ কোটি রুপি। সবশেষ এটি বাড়ানো হয়েছিল কি না তা জানানো হয়নি।  

 

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা