× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্ডিয়ানা জোন্সের নামে সাপের নাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৮:১৭ পিএম

ইন্ডিয়ানা জোন্স চলচ্চিত্রের দৃশ্যে হ্যারিসন ফোর্ড। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ানা জোন্স চলচ্চিত্রের দৃশ্যে হ্যারিসন ফোর্ড। ছবি : সংগৃহীত

রোমাঞ্চকর চলচ্চিত্র জনরার জনপ্রিয় চরিত্র ইন্ডিয়ানা জোন্স সাপ ভয় পেলেও এই চরিত্রে অভিনয় করা হ্যারিসন ফোর্ডের নামে এক সত্যিকার সাপের নামকরণ করা হয়েছে। যদিও আগেই ফোর্ড নিশ্চিত করেছিলেন, আসলে তিনি সাপ পছন্দ করেন।

হলিউড কাঁপানো এই অভিনেতা বর্তমানে গ্রুপ কনজারভেশন ইন্টারন্যাশনাল নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রতিষ্ঠানটি প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করে।

হ্যারিসন ফোর্ড

বিশেষ করে পরিবেশের বিষয়ে স্বেচ্ছাসেবী ও ইতিবাচক ভূমিকা রাখায় তাকে সম্মান জানিয়ে পেরুতে খুঁজে পাওয়া নতুন প্রজাতির সাপের নাম রাখা হয়েছে ট্যাকিমেনোয়েডস হ্যারিসনফোর্ডি। পেরু ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ গবেষক দল পেরুর অতিশি ন্যাশনাল পার্কে সাপটিকে খুঁজে পায়।

হ্যারিসনফোর্ডি হালকা ওজনের একটি সাপ। লম্বায় মাত্র ১৬ ইঞ্চি হয়ে থাকে। এটি মোটেও বিষধর নয় এবং মানুষের কোনো ক্ষতি করে না।  

ট্যাকিম্যানোয়েডস হ্যারিসনফোর্ডি সাপ 

তবে ফোর্ডের নামে প্রাণীর নামকরণের ঘটনা নতুন কিছুই নয়। এর আগেও তার নামে পিঁপড়া ও মাকড়সার নামকরণ করা হয়েছিল।

নামকরণের এই ইস্যুতে তিনি মজার ছলে বলেন,  তিনি গান করেন, অবসর সময় সেলাই করেন, এমন কিছু করেন না যাতে শিশুরা রাতে ভয় পায়। কিন্তু বিজ্ঞানী যেসব প্রাণীর নামকরণ আমার নামে করছে, তা শিশুদের ভয় দেখায়।

সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা