× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যান্টার্কটিকায় মিলল এলিয়েন সদৃশ প্রাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১১:২৯ এএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৪:০৩ পিএম

এই প্রাণীটি তার বাহুগুলোকে সমুদ্রের তলদেশের মাটি আটকে ধরে রাখতে ব্যবহার করে। ছবি : সংগৃহীত

এই প্রাণীটি তার বাহুগুলোকে সমুদ্রের তলদেশের মাটি আটকে ধরে রাখতে ব্যবহার করে। ছবি : সংগৃহীত

সমুদ্রের গভীর জগত সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। এরপরেও কৌতুহলী মানুষ নিরন্তন অনুসন্ধান চালিয়ে যায় গভীর সমুদ্রে।

তেমনই এক অনুসন্ধানে এবার অ্যান্টার্কটিকার সাগরে মিলল ২০ বাহু সম্বলিত এলিয়েনের মতো দেখতে এক প্রাণী। সমুদ্রে এই প্রাণীর সন্ধান এই প্রথম পাওয়া গেল। কাঠামোর দিক থেকে এর সঙ্গে স্ট্রবেরির সাদৃশ্য থাকায় নতুন এই প্রাণীটিকে অ্যান্টার্কটিক স্ট্রবেরি ফেদার বলা হচ্ছে।

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের একটি দল অ্যান্টার্কটিকার সাগরে গবেষণা পরিচালনার সময় এর সন্ধান পায়। আর এই প্রাণীটির রঙ বেগুনি থেকে লালচে পর্যন্ত হতে পারে।

নতুন এই প্রাণীটির দ্বিপদ নামকরণ করা হয়েছে প্রোমাকোক্রিনাস ফ্র্যাগারিয়াস আর ফ্র্যাগারিয়াস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফ্রাগাম থেকে। যার অর্থ হলো স্ট্রবেরি। এর আগে খুঁজে পাওয়া প্রোমাকোক্রিনাস গণের সামুদ্রিক প্রাণীগুলো হলো তারামাছ, সামুদ্রিক আর্চিন রয়েছে।

এই প্রাণীটি তার বাহুগুলোকে সমুদ্রের তলদেশের মাটি আটকে ধরে রাখতে ব্যবহার করে। এ ছাড়া বাহুতে থাকা ফেদারগুলো (পালক সদৃশ) এটিকে সাঁতার কাটতে সহায়তা করে। এর দেহে বাহু ছাড়াও অসংখ শুঁড় রয়েছে।

এলিয়েন সদৃশ নতুন সামুদ্রিক প্রাণী সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ইনভারটিব্রেট সিস্টেমেটিক জার্নালে। সেখানে বলা হয়েছে, ভূপৃষ্ঠ থেকে ২১৫ ফুট থেকে ৩ হাজার ৮৪০ ফুট নিচে এর দেখা পাওয়া যায়। এই প্রাণীটি ৮ ইঞ্চি লম্বা হতে পারে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা