× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লং কোভিডে এবার অ্যাক্রোফিনিয়ার লক্ষণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৫:২৬ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৬:১২ পিএম

লং কোভিডে আক্রান্ত এক নারীর পা ১০ মিনিট দাঁড়িয়ে থাকলেই নীল হয়ে যায়। ছবি : সংগৃহীত

লং কোভিডে আক্রান্ত এক নারীর পা ১০ মিনিট দাঁড়িয়ে থাকলেই নীল হয়ে যায়। ছবি : সংগৃহীত

দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর লং কোভিডে আক্রান্ত রোগীর পা নীল হয়ে যাচ্ছে। দাঁড়ানোর এক মিনিট পরেই পা লাল হতে শুরু করে, শিরাগুলো স্পষ্ট হতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ নীল হয়ে উঠে।

শুধু তাই নয়, এ সময় রোগীর পা ভারী হয়ে উঠে এবং চুলকাতে থাকে। এই সমস্যাটিকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় অ্যাক্রোফিনিয়া বলা হয়।

এ ছাড়া দাঁড়িয়ে থাকার সময় সে রোগীর পোস্টুরাল অর্থোস্ট্যাটিক টাকাইকার্ডিয়া সিন্ড্রোম (পিওটিএস) ধরা পড়ে। এমন অবস্থায় হৃদকম্পনের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। এক্ষেত্রে বিপদের ঝুঁকিও রয়েছে।

পরে রোগীকে বসার বা বিশ্রামের সুযোগ দিলে ২ মিনিট পরই পায়ের আসল রঙ ফিরতে শুরু করে। অন্যান্য সমস্যাগুলোও ধীরে ধীরে চলে যেতে শুরু করে।

৩৩ বছর বয়সী এক লং কোভিডে আক্রান্ত নারীর ওপর যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির চালানো এক গবেষণায় এমনটাই ফুটে উঠেছে এবং এ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে।  

গবেষকরা গবেষণাপত্রে উল্লেখ করেছেন, সেই রোগী তাদের জানিয়েছেন করোনাভাইরাস সংক্রমণের পর থেকে তারা শরীরে এ সমস্যা অনুভব করতে শুরু করেন।

গবেষণাপত্রটির একজন লেখক ও লিডস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের অধ্যাপক মনোজ সিভানও জানান, তিনি (রোগী) করোনাভাইরাসে আক্রান্তের আগে কখনওই অ্যাক্রোফিনিয়ার লক্ষণ অনুভব করেননি।

এর আগে লংকোভিডে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ক্লান্তি, বিষন্নতা ও স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার মতো নানা সমস্যা দেখা গেলেও অ্যাক্রোফিনিয়ার ঘটনা এই প্রথম। গবেষকরা এর প্রভাব সম্পর্কে বুঝতে আরও বিস্তর গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

 

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা