× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যান্টার্কটিকায় গমনে সক্ষম গবেষণা জাহাজ সমুদ্রে নামাবে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৬:৩৬ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৭:১০ পিএম

যুক্তরাজ্যের তৈরি পোলার রিসার্চ ভেসেল। যার নামকরণ করা হয়েছে টেলিভিশন ব্যক্তিত ও প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবোরোর নামানুসারে। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের তৈরি পোলার রিসার্চ ভেসেল। যার নামকরণ করা হয়েছে টেলিভিশন ব্যক্তিত ও প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবোরোর নামানুসারে। ছবি : সংগৃহীত

অ্যান্টার্কটিকায় নিজেদের ৩টি গবেষণা ঘাঁটিকে টিকিয়ে রাখতে ভারত আগামী পাঁচ বছরের মধ্যে প্রথম পোলার রিসার্চ ভেসেল (গবেষণা জাহাজ) সাগরে ভাসানোর সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সভায় এক প্রশ্নের উত্তরে পৃথিবী বিজ্ঞান বিষয়ক (আর্থ সায়েন্স) কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, চলতি অর্থবছরে জাহাজ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য যাবে বলে আশা করা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যেই জাহাজটি প্রস্তুত হবে।

তিনি জানিয়েছেন, এর আগে ২০১৪ সালেও মন্ত্রিসভা জাহাজ অধিগ্রহণের জন্য ১ হাজার ৫১ কোটি রুপি অনুমোদন করেছিল। এর জন্য টেন্ডারও করা হয়েছিল। পরে জাহাজটি নির্মাণের আদেশ পাওয়া কোম্পানি টেন্ডার প্রক্রিয়ার অংশ নয় এমন কিছু শর্ত উত্থাপন করলে সরকার প্রকল্পটি সে সময় ত্যাগ করে।

মন্ত্রী রিজিজু জানিয়েছেন, বর্তমানে জাহাজটির নির্মাণ খরচ ধরা হয়েছে ২ হাজার ৬০০ কোটি ‍ রুপি। এরই মধ্যে সরকার অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করছে -যাদের এ ধরনের জাহাজ তৈরির দক্ষতা আছে। যদিও সরকার দেশেই জাহাজটি তৈরি করতে চায়।

কিরেন রিজিজুর মতে, জলবায়ু পরিবর্তন ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো নিয়ে আরও বেশি গবেষণার জন্য পোলার রিসার্চ ভেসেলটি ভূমিকা রাখবে। এই জাহাজটি শুধু অ্যান্টার্কটিকাতেই নয়, দক্ষিণ মহাসাগরসহ পুরো সমুদ্র অঞ্চলেই গবেষণা কাজে ব্যবহার করা যাবে।  

এ ছাড়া অ্যান্টার্কটিকায় ভারাতি, মৈত্রী ও গাঙ্গত্রী নামের যে তিনটি গবেষণাকেন্দ্র রয়েছে সেগুলোকেও সহায়তা করতে পারবে। বর্তমানে এ গবেষণাকেন্দ্রগুলোকে জাহাজভিত্তিক সেবায় অন্যান্য দেশের ওপর নির্ভর করতে হয়।

 

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা