× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ডায়াবেটিস রোগী ১০ কোটির বেশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৬:৩১ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৬:৪১ পিএম

গবেষণায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ১ লাখ ১৩ হাজার মানুষ অংশ নিয়েছে। প্রতীকী ছবি

গবেষণায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ১ লাখ ১৩ হাজার মানুষ অংশ নিয়েছে। প্রতীকী ছবি

ভারতের ১০ কোটি ১০ লাখ মানুষ ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১১ দশমিক ৪ শতাংশ। বিজ্ঞান বিষয়ক সাময়িকী ল্যানসেটের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডায়াবেটিসে আক্রান্তের পাশাপাশি দেশটির আরও প্রায় ১৩ কোটি ৬০ লাখ মানুষ প্রি-ডায়াবেটিস অবস্থায় রয়েছে। অর্থাৎ আগামী পাঁচ বছর পর দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।

ডায়াবেটিস আক্রান্তের মধ্যে টাইপ ওয়ান ও টাইপ টুর রোগী কতজন তা আলাদা করে উল্লেখ করা হয়নি।

বিবিসি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আগে ভারতের ডায়াবেটিস রোগী ৭ কোটি ৭০ লাখ এবং প্রি-ডায়াবেটিস ২ কোটি ৫০ লাখ বলে জানিয়েছিল। কিন্তু ল্যানসেটের প্রতিবেদনে দেশটির ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি বলে উঠে এসেছে।

ল্যানসেটের গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। সার্বিক সহায়তা করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডায়াবেটিস নিয়ে ভারতে আগে কখনও এত বড় গবেষণা হয়নি। প্রায় এক দশকের এ গবেষণায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ১ লাখ ১৩ হাজার মানুষ অংশ নিয়েছে। অংশগ্রহণকারীদের সর্বনিম্ন বয়স ২০ বছর।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা