× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীতে ফিরছেন প্রথম আরব নারী মহাকাশচারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৮:৫৪ পিএম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রায়ানাহ বারনবি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রায়ানাহ বারনবি। ছবি : সংগৃহীত

ঐতিহাসিক মিশন শেষ করে পৃথিবীতে ফিরতে যাচ্ছেন সৌদি মহাকাশচারী রায়ানাহ বারনবি ও আলি আল কার্নি। মঙ্গলবার (৩০ মে) মার্কিন সহযাত্রী অভিজ্ঞ মহাকাশচারী পেগি উইটসন ও উদ্যোক্তা জন সফনারের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করবেন আরব এই দুই মহাকাশচারী।

স্পেসএক্সের তৈরি ক্যাপসুল ক্রু ড্রাগন-এ চড়ে তারা পৃথিবীতে ফেরত আসবেন। নাসা, স্পেসএক্স ও অ্যাক্সিওম তাদের ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মহাকাশ স্টেশন ত্যাগের ভিডিও সরাসরি সম্প্রচার করবে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, জিএসটি সময় বিকাল ৫টায় তারা সম্প্রচার শুরু করবে।

এর আগে সোমবার থেকেই তাদের যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। সেদিনই মহাকাশ স্টেশনে এক হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন প্রথম আরব নারী মহাকাশচারী বারনবি। বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি গল্পেরই সমাপ্তি থাকে। কিন্তু এটি আমাদের দেশ ও অঞ্চলের জন্য নতুন যুগের সূচনামাত্র।

মহাকাশে গিয়ে বারনবি এমন এক নজির গড়েছেন, যা এখন পর্যন্ত কোনো আরব নারীর ভাগ্যে জোটেনি। সাধারণত রক্ষণশীল সৌদি পরিবারের কোনো মেয়ে হয়তো ১০ বছর আগেও এমনটি ভাবতে পারত না। তাই মহাকাশ অভিযানে আরব নারীদের প্রতিনিধি বারনবি মিশনের আগেই এক সংবাদ সম্মেলনে বলেছিলেআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত হতে পেরে এবং আরব নারীদের স্বপ্ন বহন করতে পেরে আমি গর্বিত

অ্যাক্সিওম মিশন টু হলো অ্যাক্সিওম স্পেস কোম্পানির সৌদি নাগরিকদের মহাকাশে পাঠানোর বেসামরিক কর্মসূচি। তারা মিশনের অংশ হিসেবে ২১ মে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে আরও দুই মহাকাশচারীসহ মোট চারজনকে মহাকাশে পাঠায়। 

 

 

সূত্র : আল-আরাবিয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা