× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বে প্রথম গর্ভে থাকা শিশুর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১১:৪১ এএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১২:০৬ পিএম

অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। ছবি : এনডিটিভি

অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। ছবি : এনডিটিভি

মায়ের গর্ভে থাকা ভ্রূণের জটিল অস্ত্রোপচার করলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। বোস্টনের এক হাসপাতালে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

মস্তিষ্কের রক্তনালিতে সমস্যাজনিত কারণে ওই শিশুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে।

মস্তিষ্কের এই সমস্যাকে বলে ‘ভেনাস অব গ্যালেন ম্যালফরমেশন।’ মস্তিষ্ক থেকে যেসব রক্তনালি হৃৎপিণ্ডে রক্ত পৌঁছে দেয়, সেগুলো সঠিকভাবে গঠিত না হলে এই সমস্যা তৈরি হয়। এর ফলে রক্তনালি এবং হৃৎপিণ্ডে চাপ পড়ে। একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 

বোস্টনের ওই হাসপাতালের চিকিৎসক ডারেন অরব্যাক জানিয়েছেন, এই শারীরিক অবস্থার ক্ষেত্রে জন্মের পরই শিশু হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারে। মস্তিষ্কে আঘাত লাগতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

চিকিৎসক জানিয়েছেন, এই শারীরিক অবস্থার ক্ষেত্রে জন্মের পরে মস্তিষ্কের রক্তনালিতে ক্যাথিটারের মাধ্যমে এক ধরনের কয়েল প্রবেশ করানো হয়। এর ফলে রক্তপ্রবাহ কমে। 

যদিও বেশির ভাগ ক্ষেত্রেই এই চিকিৎসায় দেরি হয়ে যায়। সে ক্ষেত্রে শারীরিক জটিলতা তৈরি হয় শিশুটির। 

অরব্যাক আরও জানিয়েছেন, এই শারীরিক সমস্যা নিয়ে জন্মানো শিশুদের ৫০ থেকে ৬০ শতাংশই অসুস্থ হয়ে পড়ে। এ ধরনের শিশুদের মৃত্যুর হার ৪০ শতাংশ। যারা বেঁচে থাকে, তাদের স্নায়ুর সমস্যা দেখা যায়।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ের গর্ভে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল শিশুকন্যা ডেনভার। 

আলট্রাসাউন্ড করার সময় জানা যায়, ওর মস্তিষ্কের রক্তনালিতে সমস্যা রয়েছে। অনেক শিশুই গর্ভে থাকার সময় এই রোগে আক্রান্ত হয়।

জন্মের পর তাদের অনেকেই আর বাঁচে না। ডেনভারেরও হার্টের সমস্যাও দেখা দিয়েছিল। রক্তনালির সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছিল। 

গর্ভে থাকার সময় ৩৪ সপ্তাহে ডেনভারের মস্তিষ্কের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ইউটেরাসে থাকা অবস্থায় আল্ট্রাসাউন্ডের সাহায্য নিয়ে রক্তনালির অস্ত্রোপচার করা হয়। এখন সে সুস্থ। জন্ম হতে এখনও কিছু সময় বাকি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা