× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৃতিতে পাওয়া যাচ্ছে প্লাস্টিক শিলা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত গবেষকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৬:৩০ পিএম

সামুদ্রিক দূষণের কারণে প্লাস্টিকে আচ্ছাদ্বিত পাথর। ছবি : সংগৃহীত

সামুদ্রিক দূষণের কারণে প্লাস্টিকে আচ্ছাদ্বিত পাথর। ছবি : সংগৃহীত

প্লাস্টিক দূষণের নতুন একটি রূপ খুঁজে পেয়েছেন চীনের গবেষকরা। এতে দেখা গেছে, আমাদের ব্যবহৃত কৃত্রিমভাবে তৈরি প্লাস্টিক ধীরে ধীরে ভূতত্ত্বের অংশ হয়ে উঠেছে।

বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক চীনের হেইচি শহরে ‘প্লাস্টিক শিলা’র সন্ধান পেয়েছেন, যা প্রকৃতিতে থাকা প্লাস্টিক জড়ো হয়ে তৈরি হয়েছে। এ সংক্রান্ত একটি গবেষণাপত্র এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি জার্নালে এরই মধ্যে প্রকাশিত হয়েছে।

চীনের গবেষকদের এই সন্ধান এমন সময়ে প্রকাশিত হলো, যখন বেশ কিছুদিন আগে ব্রাজিলের একটি প্রত্যন্ত দ্বীপে অনুরূপ শিলার সন্ধান পাওয়া গিয়েছিল। ভূতাত্ত্বিক ফার্নান্দো আভেলার সান্তোস ব্রাজিলের উপকূলে আগ্নেয়গিরির দ্বীপ ত্রিনাদেডে পাথরগুলো খুঁজে পান। তিনি জানান, সাগরে ভাসমান প্লাস্টিকের দূষণ থেকেই এ শিলাগুলো তৈরি হয়েছে।

এই আবিষ্কার এক হিসেবে ভয়াবহ ভবিষ্যতের বার্তা দিচ্ছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই শক্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ইউএন ইন্ডিয়ার পাবলিক ইনফরমেশন অ্যাসিস্ট্যাট শচীন চতুর্বেদী বলেন, ‘প্লাস্টিক এবং অবশ্যই মাইক্রোপ্লাস্টিক আমাদের প্রাকৃতিক পরিবেশে সর্বত্র রয়েছে। আমরা যে খাবার খাই, যে পানি পান করি, যে বায়ুতে আমরা শ্বাস গ্রহণ করি। এমনকি আমাদের দেহের ভেতরেও, প্লাস্টিক এখন একটি অংশ।’

আসন্ন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত শচীন চতুর্বেদীও। তিনি আরও বলেন, ‘পৃথিবীর জীবাশ্ম রেকর্ড ও আমাদের বর্তমান ভূতাত্ত্বিক যুগ। আমরা যেন প্লাস্টিস্ফিয়ার নামের নতুন একটি সামুদ্রিক জীবাণুর আবাসস্থল তৈরি করেছি। আমরা যদি এখনই না থামি, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য গ্রহ হিসেবে পৃথিবীকে রেখে যাব না।’

 

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা