× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীর আকৃতির গ্রহ থেকে আসছে রেডিও সিগন্যাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৭:০৮ পিএম

অ্যাক্সোপ্ল্যানেট থেকে রেডিও সিগন্যাল শনাক্ত হওয়া মোটেও নতুন কিছু নয়। তবে একই গ্রহ থেকে বারবার সিগন্যাল পাওয়ায় এবার নড়েচড়ে বসেছেন জ্যোতির্বিদরা। ছবি : সংগৃহীত

অ্যাক্সোপ্ল্যানেট থেকে রেডিও সিগন্যাল শনাক্ত হওয়া মোটেও নতুন কিছু নয়। তবে একই গ্রহ থেকে বারবার সিগন্যাল পাওয়ায় এবার নড়েচড়ে বসেছেন জ্যোতির্বিদরা। ছবি : সংগৃহীত

আমাদের পৃথিবীর বাইরে কী প্রাণ রয়েছে, কিংবা এমন কোনো গ্রহ রয়েছে যা মানুষের বসবাসের উপযোগী। জ্যোতির্বিদরা শুধু এই প্রশ্নগুলো করেই বসে নেই, খুঁজে বের করার চেষ্টা করছেন উত্তরও। এমনকি মহাবিশ্বকে বুঝতে পৃথিবী থেকে ১০ লাখ কিলোমিটার দূরে পাঠানো হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

এ ছাড়া হাজারও রেডিও টেলিস্কোপ ছড়িয়ে রয়েছে পৃথিবীজুড়ে। ঠিক সে রকম এক টেলিস্কোপে পৃথিবী থেকে ১২ আলোকবর্ষ দূরে জ্যোতির্বিজ্ঞানীরা একটি এক্সোপ্ল্যানেট থেকে বারবার রেডিও সংকেত পেয়েছেন। এক্সোপ্ল্যানেট আকৃতিতে পৃথিবীর মতোই।

পুনরাবৃত্ত এই সংকেতের কারণে গবেষকরা মনে করছেন, গ্রহটির একটি চৌম্বক ক্ষেত্র ও সম্ভবত বায়ুমণ্ডল থাকতে পারে। আর যদি বায়ুমণ্ডল থাকে, সেখানে প্রাণের বিকাশ খুব একটা অস্বাভাবিক নয়। যদিও দূরত্বের কারণে সে গ্রহে নিকট ভবিষ্যতে কোনো মহাকাশ যান বা প্রোব পাঠানো সম্ভব নয়।

জ্যোতির্বিদরা নিউ মেক্সিকোতে অবস্থিত বেশ বড় সংখ্যার টেলিস্কোপ-সমষ্টি কার্ল জি জ্যানস্কিতে ‘ওয়াইজেড সেটি’ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরা পাথুরে এক্সোপ্ল্যানেট যেটি ‘ওয়াই সেটি বি’ নামে পরিচিত এক্সোপ্ল্যানেট থেকে আসা শক্তিশালী রেডিও তরঙ্গ লক্ষ করেছেন। গবেষকরা বলছেন, রেডিও সংকেতটি গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র ও নক্ষত্রের মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়েছে। এ-সংক্রান্ত একটি গবেষণাপত্র সোমবার নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে।

ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের জ্যোতির্বিদ সেবাস্তিয়ান পিনেদা বলেছেন, ‘আমরা যখন এটি আবারও দেখলাম, এটি খুব ইঙ্গিতপূর্ণ ছিল যে ঠিক আছে, সম্ভবত এখানে সত্যিই কিছু আছে।’  

যেসব গ্রহ আমাদের সৌরজগতের বাইরে অন্য নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে সেগুলোকে এক্সোপ্ল্যানেট বলা হয়।  



সূত্র : নেচার অ্যাস্ট্রোনমি  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা