× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোমান যুগের শহরের সন্ধান মিসরে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

১৮শ বছরের পুরোনো শহরটি প্রায় সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকরা।ছবি : সংগৃহীত

১৮শ বছরের পুরোনো শহরটি প্রায় সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকরা।ছবি : সংগৃহীত

নীল নদের তীরের মালভূমি ধরে গড়ে ওঠে বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা মিসর। এই দেশে সম্প্রতি অনেকগুলো পুরাকীর্তি বা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সন্ধান পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের শহর লুক্সরে গত সপ্তাহে একটি রোমান যুগের শহরের সন্ধান পাওয়া গেছে। ১৮শ বছরের পুরোনো ওই শহর প্রায় সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকরা। 

রোমান যুগের শহরটির খননকাজের সঙ্গে যুক্ত ছিলেন মিসরের পুরাকীর্তি-বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমরা একটি পুরো শহর উদ্ধার করতে পেরেছি। এ শহরে বেশকিছু ভবন রয়েছে। পায়রা বা ঘুঘু ওড়ানোর দুটি টাওয়ার রয়েছে। ধাতুর কয়েকটি ওয়ার্কশপ রয়েছে। এসব ওয়ার্কশপে বিভিন্ন আকৃতির অনেকগুলো পট, সরঞ্জাম এবং ব্রোঞ্জ ও তামার রোমান মুদ্রা পাওয়া গেছে।’

লুক্সরে ইতঃপূর্বে বিভিন্ন ধরনের পুরাকীর্তি পাওয়া গেছে। তবে শহরটির পূর্ব তীরে কখনও এত প্রাচীন ও গুরুত্বপূর্ণ কোনো প্রত্নতাত্ত্বিক নিদের্শনের সন্ধান পাওয়া যায়নি। 

অন্যদিকে লুক্সরের পশ্চিম তীরে বিখ্যাত ভ্যালি অব দ্য কুইনস ও ভ্যালি অব দ্য কিংস অবস্থিত। ওই স্থানে অনেক মন্দির ও গোরস্থানও রয়েছে।  

এর আগে ২০২১ সালের এপ্রিলে লুক্সরের পশ্চিম তীরে প্রায় ৩ হাজার বছরের পুরোনো একটি শহরের সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা। ‘হৃত সোনালি শহর’ নামের ওই প্রাচীন শহর মিসরে এ যাবৎকালে সন্ধান পাওয়া সব পুরাকীর্তির মধ্যে সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম। 

অর্থনৈতিক সংকটে থাকা মিসরের অর্থনীতির বড় ভরসার একটি জায়গা দেশটির পর্যটন খাত। ২০২৮ সালের মধ্যে এ খাতে বছরে অন্তত ৩ কোটি বিদেশি পর্যটক আকর্ষণ করতে চায় দেশটি। করোনার আগে দেশটিতে বছরে ১ কোটি ৩০ লাখের মতো পর্যটক ভ্রমণ করত।  

সূত্র : এএফপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা