× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানরের ভাষা ধারণার চেয়ে বেশি বোঝে মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৮:২৪ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:৪২ পিএম

বোনোবোস ও শিম্পাঞ্জির অঙ্গভঙ্গি প্রাপ্তবয়স্ক মানুষ প্রায় ৫৭ ভাগ বুঝতে পারে। ছবি : সংগৃহীত

বোনোবোস ও শিম্পাঞ্জির অঙ্গভঙ্গি প্রাপ্তবয়স্ক মানুষ প্রায় ৫৭ ভাগ বুঝতে পারে। ছবি : সংগৃহীত

দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে এক প্রাণী অন্য প্রাণীতে রূপান্তরিত হয়, এ নিয়ে বহু বিতর্ক আছে। কিন্তু কিছু প্রাণী আছে যাদের অঙ্গভঙ্গি, আচরণ ও অনুভূতি মানুষের অনেক বেশি কাছাকাছি। এমন প্রাণীর মধ্যে বোনোবোস এবং শিম্পাঞ্জি অন্যতম। 

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বোনোবোস এবং শিম্পাঞ্জির অঙ্গভঙ্গি মানুষ যতটা বোঝে বলে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে তারা তা অনেক বেশি ভালো বোঝে। কম বয়সি মানুষের তুলনায় বয়স্কদের মধ্যে এসব প্রাণীর অঙ্গভঙ্গি বোঝার সক্ষমতা বেশি। 

গবেষণাসংশ্লিষ্ট স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্স্টি গ্রাহাম বলেন, ‘ইচ্ছাকৃত যোগাযোগের বিষয়টি মানুষের একান্ত নিজস্ব বিষয় বলে ধরে নেওয়া হতো। কিন্তু অন্য প্রাণীর মধ্যেও এই ধরনের যোগাযোগ্য লক্ষ করা যায়। বিশেষ করে বোনোবোস এবং শিম্পাঞ্জির মধ্যে এ ধরনের যোগাযোগ অত্যন্ত স্পষ্ট।’

‘বিভিন্ন পর্যবেক্ষণ থেকে জানা গেছে, বোনোবোস এবং শিম্পাঞ্জির নানা অঙ্গভঙ্গি বয়স্ক মানুষ সহজে বুঝতে পারে। এসব অঙ্গভঙ্গির মধ্যে, আমাকে আদর করো, আমাকে খাবার দাও, চলো একান্তে সময় কাটাই অন্যতম।’

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এই গবেষণায় পাঁচ হাজার ৬৫৬ ব্যক্তি অংশগ্রহণ করেছেন। এসব ব্যক্তিকে বোনোবোস এবং শিম্পাঞ্জির বিভিন্ন দৈর্ঘ্যের ২০টি ভিডিও দেখানো হয়েছে। ভিডিওগুলোতে এসব প্রাণীর ১০টি অঙ্গভঙ্গিতে জোর দেওয়া হয়েছে। 

গবেষণার ফলে দেখা গেছে, অংশগ্রহণকারীরা বোনোবোস এবং শিম্পাঞ্জির অঙ্গভঙ্গির প্রায় ৫৭ শতাংশ যথাযথভাবে বুঝতে পেরেছেন। এটা রীতিমতো বিস্ময়কর! কারণ ইতঃপূর্বে ধারণা করা হতো, বোনোবোস এবং শিম্পাঞ্জির অঙ্গভঙ্গি খুব সামান্যই বুঝতে পারে মানুষ। গবেষণার ফলটি পিএলওএস বায়োলজি নামক একটি গবেষণা সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। 

গবেষণাসংশ্লিষ্ট ক্যাথরিন হোবাইটার বলেন, ‘আমাদের পূর্বপুরুষদের অঙ্গভঙ্গি ও শব্দ করার সক্ষমতা আধুনিক মানুষের অঙ্গভঙ্গি ও ভাষার মতো সমানতালে বিকশিত হয়েছে। শিশুদের নিয়ে আগে যেসব গবেষণা হয়েছে, তার ওপর ভিত্তি করে জোর দিয়েই এমন দাবি করা যায়।’

সূত্র : গার্ডিয়ান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা