× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লকডাউনে কিশোর-কিশোরীদের মস্তিষ্ক দ্রুত বুড়িয়ে গেছে

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৯:৩৪ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ২০:৪২ পিএম

লকডাউনের এক বছরে কিশোর-কিশোরীদের মস্তিষ্কের বয়স এত বিপুল পরিণাম বৃদ্ধি পেয়েছে, যা সাধারণত তিন বছরে বাড়ে। এমআরআই স্কেনের ইমেজ

লকডাউনের এক বছরে কিশোর-কিশোরীদের মস্তিষ্কের বয়স এত বিপুল পরিণাম বৃদ্ধি পেয়েছে, যা সাধারণত তিন বছরে বাড়ে। এমআরআই স্কেনের ইমেজ

করোনা মানুষের জীবনকে সার্বিকভাবে বদলে দিয়েছে। এক গবেষণায় দেখা গেছে, লকডাউন চলাকালে কিশোর-কিশোরীদের মস্তিষ্ক স্বাভাবিকের চেয়ে দ্রুত বুড়িয়ে গেছে। একই সময়ে তাদের মধ্যে উদ্বেগ, হতাশা ও মনস্তাত্বিক সমস্যা বেড়েছে। 

সম্প্রতি বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘বায়োলজিক্যাল সাইকিয়াট্রি: গ্লোবাল ওপেন সায়েন্সে’ এক গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হয়। এতে বলা হয়, লকডাউনে কিশোর-কিশোরীদের মস্তিষ্কের সামনের, হিপ্পোক্যাম্পাস বা স্মৃতি ও নার্ভাস সিস্টেমের কেন্দ্র এবং অ্যামিগডালা বা আবেগের কেন্দ্রস্থল স্বাভাবিকের চেয়ে দ্রুত বেড়েছে। 

এর অর্থ হলো, লকডাউন চলাকালে কিশোর-কিশোরীদের মস্তিষ্কের কার্যক্রম বেড়েছে। মানে তাদের মস্তিষ্কের বয়স স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। 

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এ গবেষণায় কিশোর-কিশোরীদের দুইটা গ্রুপের এমআরআই স্কেন ব্যবহার করা হয়েছে। প্রথম গ্রুপটায় রয়েছে ৮১ জন কিশোর-কিশোরীর এমআরআই স্কেন। যা ২০১৬ সালের নভেম্বর ও ২০১৯ সালের নভেম্বরের মধ্যে করা হয়। 

দ্বিতীয় গ্রুপটিতে রয়েছে ৮২ জনের এমআরআই স্কেন। এগুলো ২০২০ সালের অক্টোবর থেকে ২০২২ এর মার্চের মধ্যে সংগ্রহ করা । 

উভয় গ্রুপে অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ আমলে নিয়ে ৬৪টি এমআরআই স্কেনের নানান তথ্য তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়েছে। এতে উল্লিখিত ফল পাওয়া গেছে। অংশগ্রহণকারীরা ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার বাসিন্দা।

গবেষণাটির সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ব বিভাগের অধ্যাপক ইয়ান গোটলিব। গোটলিব বলেন, ‘লকডাউনের আগের ও পরের গ্রুপ দুটির কিশোর-কিশোরীদের মস্তিষ্কের বয়স বৃদ্ধির মধ্যে তিন বছরের ব্যবধান লক্ষ্য করা গেছে। অর্থাৎ লকডাউনের এক বছরে কিশোর-কিশোরীদের মস্তিষ্কের বয়স এত বিপুল পরিণাম বৃদ্ধি পেয়েছে, যা সাধারণত তিন বছরে বাড়ে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা